পাহাড়খেকো ভূমিদস্যুদের একবিন্দুও ছাড় নয়

6

 

পাহাড়ের পাদদেশে ঝুঁকিপূর্ণভাবে বসবাসরত সতর্ক করলেন চসিক মেয়র মো. রেজাউল করিম চৌধুরী। স¤প্রতি পাহাড়তলী ওয়ার্ডের ঝুঁকিপূর্ণ পাহাড়ি এলাকা পরিদর্শনে গিয়ে তিনি বলেন, প্রায় প্রতি বছর বর্ষায় পাহাড় ধ্বসের আতঙ্ক বিরাজ করে চট্টগ্রামে। বারে বারে সতর্ক করার পরও কিছু মানুষ পাহাড়ের কোলে ঝুঁকি নিয়ে বসবাস করছে। অত্যন্ত পরিতাপের বিষয়, এক শ্রেণীর অসাধু ব্যক্তি নির্বিচারে পাহাড় ধ্বংস করে চলেছে। এতে প্রাকৃতিক পরিবেশ তার ভারসাম্য হারিয়ে ফেলছে। প্রাকৃতিক পরিবেশ ও জীববৈচিত্র ঠিক রেখে উন্নয়নের ভাবনা নিকাজ করছি আমরা। জঙ্গল সলিমপুরে সরকারী খাস জমি নিয়ে ব্যাপক পরিকল্পনা নিয়ে কাজ করছে সরকার। হার্ট ফাউন্ডেশন নির্মান, ছিন্নমূলদের পুনর্বাসন, চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার ও সরকারি বিভিন্ন স্থাপনা স্থানাস্তর সেখানে করা হবে। আর পাহাড় খেকোদের ব্যাপারে হার্ট লাইনে যাচ্ছে সংশ্লিষ্ট মন্ত্রনালয়। পাহাড় নিয়ে হরিলুটে মেতে ওঠা দস্যুদের একবিন্দুও ছাড় দেয়া হবেনা। কাউন্সিলর গিয়াস উদ্দিন, জসীম উদ্দিনসহ অন্যান্যরা এসময় উপস্থিত ছিলেন।