পাল্টা জবাবে চীনের ৪৪টি ফ্লাইট বাতিল করলো যুক্তরাষ্ট্র

8

 

এবার পাল্টা পদক্ষেপ হিসেবে চীনের পতাকাবাহী ৪৪টি যাত্রীবাহী ফ্লাইট বাতিলের ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। কোভিড বিধিনিষেধের আওতায় এসব ফ্লাইট বাতিল হবে বলে শুক্রবার জানিয়েছে মার্কিন পরিবহন বিভাগ। এর আগে চলতি মাসের শুরুর দিকে করোনার অজুহাতে চীনা বিমান চলাচলকারী কর্তৃপক্ষ যুক্তরাষ্ট্র থেকে শিডিউলভুক্ত ৬০টির বেশি ফ্লাইট বাতিল করে। এরমধ্যে ডেল্টা এয়ারলাইন্স, ইউনাইটেড ছাড়াও আমেরিকান এয়ারলাইন্সও রয়েছে। যুক্তরাষ্ট্রের এই স্থগিতাদেশ শুরু হবে ৩০ জানুয়ারি সিয়ামেন এয়ারলাইন্সকে দিয়ে। সিদ্ধান্ত বহাল থাকবে সিয়ামেন, এয়ার চায়না, চায়না সাউদার্ন এয়ারলাইন্স এবং চায়না ইস্টার্ন এয়ারলাইন্সের ক্ষেত্রে। এদিকে, ওয়াশিংটনে নিযুক্ত চীনা দূতাবাসের মুখপাত্র লিউ পেংয়ু শুক্রবার যুক্তরাষ্ট্রের সিদ্ধান্তে ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখিয়েছেন। তিনি বলেছেন, চীনা এবং বিদেশি যাত্রীবাহী আন্তর্জাতিক ফ্লাইটগুলোর চীনে প্রবেশের ক্ষেত্রে একই রকম সুষ্ঠু, উন্মুক্ত ও স্বচ্ছতা অবলম্বন করার নীতি আছে। কিন্তু ওয়াশিংটনের পাল্টা পদক্ষেপ পুরোপুরি অযৌক্তিক।