পার্বত্য জেলার ভাতাপ্রাপ্ত পুরোহিত ও সেবাইতদের বার্ষিক সম্মেলন

8

রাঙামাটি প্রতিনিধি

বাংলাদেশ একটি অসাম্প্রদায়িক চেতনার দেশ। এ অসাসম্প্রদায়িক চেতনাকে আরো মজবুত করতে আমাদের সকলকে সকলকে এগিয়ে আসতে হবে বলে জানিয়েছেন রাঙামাটি জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমান। তিনি বলেন, বাংলাদেশ কারো একার দেশ নয় বাংলাদেশ সকল সম্প্রদায়ের দেশ। তাই বাংলাদেশের কোন সম্প্রদায় একা ভালো থাকলে চলবে না সকলকে নিয়ে বাংলাদেশ এগিয়ে যাবে এটাই প্রত্যাশা করি আমরা।
গত ২৩ মে রাঙামাটি জেলা প্রশাসক কার্যালয়ে রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান জেলার ভাতাপ্রাপ্ত পুরোহিত ও সেবাইতদের ১ম বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক এসব কথা বলেন। ধর্মীয় ও আর্থ সামাজিক প্রেক্ষাপট পুরোহিত ও সেবাইতদের দক্ষতা বৃদ্ধি কার্যক্রমের প্রকল্প পরিচালক প্রফেসর শিখা চক্রবর্তীর সভাপতিত্বে সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন রাঙামাটি অতিরিক্ত জেলা প্রশাসক মো. মামুন, রাঙামাটি কৃষি সম্প্রসারণ অধিদপ্তর রাঙামাটির উপ-পরিচালক তপন কান্তি পাল, রাঙামাটি পূজা উদযাপন পরিষদের সভাপতি প্রতিনিধি শিক্ষক লিটন দেব। সম্মেলনে তিন পার্বত্য জেলার শতাধিক পুরোহিত ও সেবাইত অংশ গ্রহণ করেন।