পাথরঘাটা সৎসঙ্গ ফাউন্ডেশনের ধর্মসভা

11

 

পাথরঘাটার সতীশ বাবু লেইন শ্রীশ্রীঠাকুর অনুকূল চন্দ্র সৎসঙ্গ ফাউন্ডেশনে ধর্মসভা গত ২৪ ফেব্রæয়ারি অনুষ্ঠিত হয়। শ্রীশ্রীঠাকুরের ১৩৫ তম আবির্ভাব মহোৎসব উপলক্ষে সভায় প্রধান অতিথি ছিলেন ভারত থেকে আগত শ্রীশ্রীঠাকুরের পৌত্র শ্রীবিনায়ক চক্রবর্ত্তী। পুরহিত্য করেন শ্রী হিমেল চক্রবর্ত্তী। ফাউন্ডেশনের সভাপতি বৃতেন্দ্র মালাকারের সভাপতিত্বে ও টিসু দাশের উপস্থাপনায় উপস্থিত ছিলেন কৃষ্ণ চক্রবর্তী, প্রমোদ বন্ধু চক্রবর্তী, হরিনারায়ন বিশ্বাস, অশোক মিত্র, সন্তোষ চৌধুরী, লালু দাশ, সুরজিত চক্রবর্তী, নয়ন চক্রবর্তী, ষীশু নাথ, সুভাষ চক্রবর্তী, জগদিশ আশ্চার্য্য, সহপ্রতি ঋত্বিক এড.শ্রীভবতোষ নাথ, শ্রী কিরীট ধর, অধ্বুর্য্য শ্রী বাবলু চন্দ্র, নপুর মজুমদার, রাজীব কর্মকার, বিভুতি দে, তাপস দেবনাথ, শুভ দেবনাথ, যাজক লিটন পাল, প্রমূখ। এছাড়া সকালে প্রাত:কালীন প্রার্থনা, শ্রীশ্রীঠাকুরের জন্মলগ্ন ঘোষণা, শ্রীশ্রীঠাকুর পূজা, দীক্ষাদান ও ভক্তি সংগীতের মাঝে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে। এর আগে গত বৃহস্পতিবার মাতৃসন্মেলন প্রধান অতিথি ছিলেন শ্রী জোৎসা চক্রবর্ত্তী।
সভাপতিত্ব করেন প্রতিভা রানী চক্রবর্ত্তী। বক্তব্য রাখেন, সংগীতা দে, মুন্নি ধর, কৃষ্ণ, দে প্রমুখ।