পাকিস্তান সফরে যাচ্ছে পূর্ণশক্তির শ্রীলঙ্কা দল

21

প্রায় ১০ বছর পর পাকিস্তানে ফিরছে টেস্ট ক্রিকেট। আর টেস্ট ক্রিকেট ফেরানো সফল হচ্ছে শ্রীলঙ্কা দল রাজি হওয়ায়। শুধু রাজি হওয়াই নয়, বরং এবার পূর্ণশক্তির দল নিয়ে পাকিস্তান সফরে যাচ্ছে শ্রীলঙ্কা। দিমুথ করুনারতেœর নেতৃত্বে পাকিস্তান সফরের ১৬ সদস্যের শ্রীলঙ্কা স্কোয়াডে থাকছেন অভিজ্ঞ অলরাউন্ডার অ্যাঞ্জেলো ম্যাথিউস এবং ব্যাটসম্যান দীনেশ চান্দিমাল। দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে আগামী ৮ ডিসেম্বর পাকিস্তানে যাবে শ্রীলঙ্কা দল। এই দুই টেস্ট ম্যাচ বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অন্তর্ভুক্ত।
প্রায় ৩ মাস আগে, সংক্ষিপ্ত পরিসরের ম্যাচ খেলতে পাকিস্তান সফরে গিয়েছিল শ্রীলঙ্কা। কিন্তু সেবার দলের ১০জন শীর্ষ খেলোয়াড় সফরে যেতে রাজি হননি। তাদের মধ্যে ম্যাথিউস ও চান্দিমালও ছিলেন। তবে এবার এই দুই অভিজ্ঞ ক্রিকেটার কোনো আপত্তি জানাননি। গত আগস্টে ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে খেলা টেস্ট সিরিজের দ্বিতীয় ম্যাচের দল থেকে মাত্র ১টি পরিবর্তন এনেছে শ্রীলঙ্কা। অবৈধ বোলিং অ্যাকশনের কারণে এক বছর নিষিদ্ধ ঘোষিত লেগ স্পিনার আকিলা ধনঞ্জয়ার জায়গায় ডাক পেয়েছেন ডানহাতি ফাস্ট বোলার কাসুন রাজিথা। সিরিজের প্রথম টেস্ট আগামী ১১ ডিসেম্বর থেকে রাওয়ালপিন্ডিতে আর ১৯ ডিসেম্বর থেকে করাচীতে শুরু হবে দ্বিতীয় টেস্ট।