পরিস্থিতি স্বাভাবিক হলেই বিশ্ব-এশিয়া একাদশ ম্যাচ

16

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উপলক্ষে গত ২১ ও ২২ মার্চ ম্যাচ দুটি হওয়ার কথা ছিল মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে। তার আগে ১৮ মার্চ হওয়ার কথা ছিল এ আর রহমানের কনসার্ট। কিন্তু কোভিড-১৯ রোগের কারণে পিছিয়ে যায় সব কিছু। স¤প্রতি দেশে ক্রিকেট কার্যক্রম আবার স্বাভাবিক করার চেষ্টা করছে বিসিবি। রবিবার শুরু হচ্ছে তিন দলের ওয়ানডে টুর্নামেন্ট।
সবকিছু স্বাভাবিক হতে শুরু করায় মুজিববর্ষের টি-টোয়েন্টি ম্যাচ দুটির ভাগ্য নিয়েও কৌতূহল জাগছে। বিসিসির প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরি বৃহস্পতিবার সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে মেটালেন সেই কৌতূহল। “এখনও এটি আমাদের পরিকল্পনায় রয়েছে। কিন্তু আপনারা জানেন যে বিশ্বের সার্বিক পরিস্থিতির কারণে…মুজিব শতবর্ষ উদযাপনে আমাদের নিজস্ব কিছু পরিকল্পনা ছিল। পরিস্থিতি স্বাভাবিক হলে, অনুকূলে থাকলে, আমরা কিন্তু সেটাকে এখনও একেবারেই আমাদের পরিকল্পনার বাইরে নিয়ে যাইনি। আমাদের পরিকল্পনা সেভাবেই আছে, পরিস্থিতি স্বাভাবিক হলে এটা আয়োজন করার ভাবনা আছে।”