পরমাণু নিয়ে ইরানের প্রস্তাব ‘অত্যন্ত কঠিন’

19

 

ইরানের পক্ষ থেকে দেয়া দুইটি খসড়া প্রস্তাব সম্পর্কে তিন ইউরোপীয় দেশের কূটনীতিকরা নয়া দাবি উত্থাপন করেছেন ভিয়েনা বৈঠকে। ব্রিটেন, ফ্রান্স ও জার্মানির কূটনীতিকরা পরমাণু সমঝোতা থেকে আমেরিকার একতরফাভাবে বেরিয়ে যাওয়া এবং ইউরোপীয় দেশগুলোর প্রতিশ্রæতি পালনে ব্যর্থতার প্রসঙ্গ এড়িয়ে গিয়ে দাবি করেন, ইরানের প্রস্তাবগুলো ‘অত্যন্ত কঠিন’। সংলাপে ইরান পাঁচ জাতিগোষ্ঠীর কাছে দুইটি খসড়া প্রস্তাব হস্তান্তর করেছে বলে এর আগে খবর দিয়েছিলেন ইরানি প্রতিনিধিদলের প্রধান আলী বাকেরি-কানি। তিনি বলেন, এর একটিতে ইরানের পরমাণু কর্মসূচির বিবরণ তুলে ধরা হয়েছে এবং দ্বিতীয়টিতে ইরানের ওপর থেকে নিপীড়নমূলক নিষেধাজ্ঞা প্রত্যাহারের আহŸান জানানো হয়েছে। বুধবার রাতে ওই খসড়া হস্তান্তরের পর গত দুইদিন এসবের বিষয়বস্তু নিয়ে উভয়পক্ষের মধ্যে আলোচনা হয়। তিন ইউরোপীয় দেশের প্রতিনিধিরা দাবি করেছেন, এবারের আলোচনায় ইরানি প্রতিনিধিদলের কঠোর অবস্থানে তারা হতাশ ও উদ্বিগ্ন হয়েছেন। ব্রিটেন, ফ্রান্স ও রাশিয়ার প্রতিনিধিরা দাবি করেছেন, এর আগের ছয় দফা আলোচনায় যে অগ্রগতি হয়েছিল ইরান তা থেকে পিছিয়ে গেছে। এর আগে পাঁচ জাতিগোষ্ঠীর সঙ্গে ইরানের পরমাণু সমঝোতা পুনরুজ্জীবনের সপ্তম দফা আলোচনা শুক্রবার ভিয়েনায় শেষ হয়। বৈঠকের বিষয়বস্তু সম্পর্কে প্রতিটি দেশের প্রতিনিধিরা তাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে শলাপরামর্শ করার জন্য নিজ নিজ দেশে ফিরে গেছেন।