‘পদ্মা সেতু আত্ম-সক্ষমতার চিরঞ্জীব মহাকাব্য’

15

স্বপ্নের পদ্মা সেতুর আনুষ্ঠানিক উদ্বোধন উপলক্ষে গত ২৫ জুন শনিবার সকালে চট্টগ্রাম ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল প্রাঙ্গণে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভার শুরুতে কেক কেটে অনুষ্ঠান উপভোগ করা হয়। হাসপাতালের তত্ত¡াবধায়ক (উপ-পরিচালক) ডা. সেখ ফজলে রাব্বির সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. গোলাম মোস্তফা জামাল, সিনিয়র কনসালট্যান্ট ডা. অজয় দাশ কনসালট্যান্ট ডা. রাজদ্বীপ বিশ্বাস, কনসালট্যান্ট ডা. মিনহাজুল হক, জুনিয়র কনসালট্যান্ট ডা. মৌমিতা দাশ প্রমুখ। অনুষ্ঠানে হাসপাতালের চিকিৎসক-নার্স ও কর্মচারীরা অংশ নেন। সভায় সভাপতির বক্তব্যে ডা. সেখ ফজলে রাব্বি বলেন, পদ্মা সেতু প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত ধরে বিশ্বের ইতিহাসে স্থান করে নেওয়া বাঙালির আত্ম-প্রত্যায়ের, আত্ম-প্রকাশের, আত্ম-মর্যাদার, আত্ম-সক্ষমতার একটি চিরঞ্জীব মহাকাব্য। নিজেদের টাকায় পদ্মা সেতু নির্মাণ করতে পারায় বাংলাদেশ আজ সারাবিশ্বে সম্মানিত।