পটিয়ায় শিক্ষা উৎসব ও পাঠাগার উদ্বোধন

13

পটিয়ার সবুজবাগ শিক্ষা কমপ্লেক্সে সম্প্রতি শিক্ষা উৎসব ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়। প্রিন্সিপাল আবদুর রহিম চৌধুরী শিশুতোষ পাঠাগার উদ্বোধনের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। পাঠাগার উদ্বোধন করেন ঢাকা ব্যাংক খাতুনগঞ্জ শাখার ম্যানেজার নুরুল আরশাদ চৌধুরী। অধ্যক্ষ জালাল আহমদের সভাপতিত্বে ও শিক্ষার্থীদের উপস্থাপনায় অনুষ্ঠানে বক্তব্য দেন পরিচালক আবদুল করিম আনসারী, পটিয়া কিন্ডারগার্টেন এসোসিয়েশনের মহাসচিব আনোয়ার হোসেন, শিশু সংগঠক রেজাউল কবীর, গৌরব সংসদের সম্পাদক বিশ্বজিৎ দাশ। প্রতিষ্ঠানের ষাণ্মাসিক মূল্যায়ন প্রতিবেদন ও ভবিষ্যৎ পরিকল্পনা উপস্থাপন করেন উপাধ্যক্ষ রোকসানা আকতার। উদ্বোধক নুরুল আরশাদ চৌধুরী বলেন, বই শিশুদের ভবিষ্যৎ পথ নির্মাণ করে। তাই শিশুদেরকে বই অনুরাগী করার মাধ্যমে জ্ঞান নির্ভর সমাজ নির্মাণের ভিত্তি তৈরি করতে হবে। এতে জাতি আলোকিত হবে। তিনি পাঠাগারে পঞ্চাশ সেট বই ও একটি আলমীরা প্রদান করেন। সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে শিশুতোষ যাদু প্রদর্শন করেন যাদুরাজ নাইম। বিজ্ঞপ্তি