পটিয়ায় ডিজিটাল উদ্ভাবনী মেলায় সামশুল হক ডিজিটাল পদ্ধতি ব্যবহারে সেবা প্রাপ্তি সহজ হয়েছে

19

পটিয়া প্রতিনিধি

জাতীয় সংসদের হুইপ সামশুল হক বলেছেন, শেখ হাসিনা বাংলাদেশে ডিজিটাল পদ্ধতি ব্যবহার নিশ্চিত করার পাশপাশি এর ব্যবহারের মাধ্যমে জনগণের সেবা সহজ করে দিয়েছেন। ডিজিট্যাল পদ্ধতির সহজীকরণের ফলে আজ প্রতিটি ঘরে ঘরে এর সুফল ভোগ করতে পারছে সাধারণ মানুষ। দেশের অগ্রগতিতে অন্যান্য সফলতার সাথে শেখ হাসিনার সরকারের অন্যতম সাফল্য ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণ। দেশকে আরো এগিয়ে নিতে আগামীতেও এ সরকারকে ভোট দিতে হবে। গতকাল মঙ্গলবার দুপুরে পটিয়া উপজেলার শেখ কামাল অডিটোরিয়ামে উপজেলা প্রশাসন আয়োজিত দিনব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আতিকুল মামুনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোতাহেরুল ইসলাম চৌধুরী, হুইপের পিএস তৌফিক আল মাহমুদ, উপজেলা কৃষি কর্মকর্তা কল্পনা রহমান, উপজেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক নুর উর রশিদ চৌধুরী এজাজ, কাউন্সিলর সরওয়ার কামাল রাজিব, গিয়াস উদ্দিন আজাদ। মেলায় উপজেলার সরকারি ২২টি প্রতিষ্ঠান অংশ গ্রহণ করে। মেলায় প্রথমস্থান অর্জন করেন উপজেলা প্রাথমিক শিক্ষা অধিদপ্তর এবং দ্বিতীয় ও যৌথভাবে তৃতীয় স্থান অর্জন করেন উপজেলা কৃষি অধিদপ্তর, পটিয়া থানা ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিস। মেলা শেষে অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলোর মধ্যে থেকে প্রথম দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারী প্রতিষ্ঠানগুলোকে পুরস্কার হিসেবে সম্মাননা ক্রেস্ট ও নগদ অর্থ তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি।