নেদারল্যান্ডসে কার্যকর হলো নেকাব-এর নিষেধাজ্ঞা

22

‘নেকাব’ নিষিদ্ধকরণের আইন কার্যকর করতে শুরু করেছে নেদারল্যান্ডস। দেশটিতে ২০০৫ সালে প্রথম এই আইন প্রস্তাব করা হয়। ১০ বছরের তুমুল বিতর্ক ও আলোচনার পর ২০১৫ সালে পাস হয় আইনটি। ২০১৮ সালের জুন মাসে দেশটির সিনেট এ আইনের অনুমোদন দেয়। সেই অনুমোদন অনুযায়ী, এ বছর ১ আগস্ট থেকে আইনটির প্রয়োগ শুরু হওয়ার কথা ছিল।
বৃহস্পতিবার থেকে স্কুল, হাসপাতাল, সরকারি স্থাপনা এবং গণপরিবহনে ‘মুখ ঢাকা’ পোশাকর আইনগতভাবে নিষিদ্ধ বিবেচিত হবে। কেউ নেকাব পরে এসব স্থানে ঢুকতে চাইলে কর্তৃপক্ষ তাদেরকে মুখ দেখাতে বাধ্য করতে পারবে। কেউ এতে আপত্তি জানালে তাদের ওইসব স্থানে ঢুকতে দিতে অস্বীকৃতি জানাতে পারবে কর্তৃপক্ষ।
নির্দেশ না মানলে ১৫০ ইউরো (প্রায় ১৫ হাজার টাকা) জরিমানাও করার সুযোগ রয়েছে ওই আইনে। শুধু নেকাব নয়, পুরো মুখ ঢাকা হেলমেট বা বালাক্লাভার ক্ষেত্রেও এ নিষেধাজ্ঞা প্রযোজ্য হবে।
ইউরোপের প্রথম দেশ হিসেবে ফ্রান্স প্রায় ১০ বছর আগে মুখ ঢাকা পোশাক নিষিদ্ধ ঘোষণা করে। গত বছর জাতিসংঘের একটি কমিটি এই আইন মানবাধিকার লঙ্ঘন করছে বলে মত প্রকাশ করলেও ফ্রান্স তার অবস্থান থেকে সরে আসেনি।