নেতানিয়াহুর আমিরাত সফর বাতিল

49

সংযুক্ত আরব আমিরাতে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর পরিকল্পিত সফর বাতিল করা হয়েছে। বৃহস্পতিবার ইসরায়েলের সরকার কান এখবর জানিয়েছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়েছে, ইসরায়েল বা আমিরাত সরকারিভাবে এ সফরের বিষয়টি নিশ্চিত করেনি। সফরটি অনুষ্ঠিত হলে এটিই হতো কোনও ইসরায়েলি প্রধানমন্ত্রীর প্রথম উপসাগরীয় দেশ সফর। বুধবার ইসরায়েলের সংবাদমাধ্যমে এই সফরের কথা প্রকাশিত হয়।
এতে বলা হয়, নেতানিয়াহু আবু ধাবির যুবরাজ শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের সঙ্গে বৈঠক করবেন। রাজনৈতিক বিশ্লেষকরা ধারণা করছেন, আসন্ন ২৩ মার্চের নির্বাচনের আগে নিজের কূটনৈতিক গ্রহণযোগ্যতা বাড়াতে চাইছেন নেতানিয়াহু। তাই এই সফরের উদ্যোগ নেওয়া হয়েছিল। বৃহস্পতিবার সকালে ইসরায়েলি সংবাদমাধ্যমের খবরে বলা হয়, নেতানিয়াহুর আমিরাত সফর স্থগিত বা বাতিল করা হতে পারে। উপসাগরীয় দেশটির বিমানপথ ও নেতানিয়াহুর স্ত্রীর অসুস্থতার কারণে এমন সিদ্ধান্ত হতে পারে বলে খবরে উল্লেখ করা হয়েছিল। গত বছর সেপ্টেম্বরে আমিরাত ও বাহরাইন ইসরায়েলের সঙ্গে আনুষ্ঠানিক সম্পর্ক স্থাপন করে।