নেতাদের কোন পদ দেবে তাতে ছাত্রলীগের সুপারিশ দুঃখজনক

22

কর্ণফুলী প্রতিনিধি

কর্ণফুলী উপজেলার শিকলবাহা ইউনিয়নের ৪, ৫ ও ৬ নং ওয়ার্ড আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান ফারুক চৌধুরী বলেছেন, নেতাদের কাকে কোন পদ দেবে বা দিতে হবে তা ছাত্রলীগের নেতাকর্মীদের পক্ষ থেকে আওয়ামীলীগের কাছে সুপারিশ করা দু:কজনক। ছাত্রলীগ হলো আওয়ামীলীগের অঙ্গসংগঠন। তারা আওয়ামীলীগকে অনুরণ করবে এবং নির্দেশনা মোতাবেক কাজ করবে। আওয়ামীলীগই ঠিক করে দেবে ছাত্রলীগ কি করবে। আওয়ামীলীগ কি করবে তা ছাত্রলীগ ঠিক করতে পারে না।
তিনি বলেন উপজেলা আওয়ামীলীগের তার আগমনের আগে ২০১৬ সালে এসব ইউনিয়ন আওয়ামীলীগের দুজন বিশিষ্ট কমিটি হয়েছিল। এরপর এসব কমিটি আর পূর্ণাঙ্গ করা হয় নি। এবার প্রথম সম্মেলনের মাধ্যমে এসব কমিটি গঠন করা হচ্ছে। এসব কমিটিতে ভালো ইমেজ আর দক্ষদের স্থান করে দিতে হবে। গত শুক্রবার বিকেলে এ.জে চৌধুরী কলেজ মাঠে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। শিকলবাহা ইউনিয়ন আ.লীগ সভাপতি ও উপজেলা ভাইস চেয়ারম্যান দিদারুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে উদ্বোধক ছিলেন উপজেলা আ.লীগ সাধারণ সম্পাদক হায়দার আলী রনি। শিকলবাহা ইউনিয়ন আ.লীগ সাধারণ সম্পাদক আবদুল করিম ফোরকানের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি ছিলেন জেলা আ.লীগ সদস্য ছিদ্দিক আহমদ বি.কম, উপজেলা আ.লীগ সহ সভাপতি নজরুল ইসলাম টুকু, জাহাঙ্গীর আলম চেয়ারম্যান, এস এম ছালেহ, জসিম উদ্দিন চৌধুরী, সাংগঠনিক সম্পাদক আবদুল মান্নান, অর্থ সম্পাদক আবদুল হালিম, তথ্য ও প্রযুক্তি সম্পাদক জাফর ইকবাল, কৃষি বিষয়ক সম্পাদক মো. হারুন নেভী, সহ-প্রচার সম্পাদক ইঞ্জিনিয়ার হাসমত আলী, উদেষ্টা আবদুল ছালাম সওদাগর, সদস্য মো. আজাদ মিয়া, মো. সোলাইয়মান, উপজেলা যুবলীগ সহ সভাপতি মহিউদ্দিন মুরাদ প্রমুখ। উদ্বোধক ছিলেন উপজেলা আ.লীগ সাধারণ সম্পাদক হায়দার আলী রনি। শিকলবাহা ইউনিয়ন আ.লীগ সাধারণ সম্পাদক আবদুল করিম ফোরকানের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি ছিলেন জেলা আ.লীগ সদস্য ছিদ্দিক আহমদ বি.কম, উপজেলা আ.লীগ সহ সভাপতি নজরুল ইসলাম টুকু, জাহাঙ্গীর আলম চেয়ারম্যান, এস এম ছালেহ, জসিম উদ্দিন চৌধুরী, সাংগঠনিক সম্পাদক আবদুল মান্নান, অর্থ সম্পাদক আবদুল হালিম, তথ্য ও প্রযুক্তি সম্পাদক জাফর ইকবাল, কৃষি বিষয়ক সম্পাদক মো. হারুন নেভী, সহ প্রচার সম্পাদক ইঞ্জিনিয়ার হাসমত আলী, উদেষ্টা আবদুল ছালাম সওদাগর, সদস্য মো. আজাদ মিয়া, মো. সোলাইয়মান, উপজেলা যুবলীগ সহ সভাপতি মহিউদ্দিন মুরাদ প্রমুখ। পরে কাউন্সিল অনুষ্ঠিত হয়। জানানো হয় পরে এসব ওয়ার্ডের কমিটি ঘোষণা করা হবে।