নির্বাচন ঘোষণার জন্য সরকারকে ৬ দিনের ‘আল্টিমেটাম’ ইমরান খানের

15

 

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও বিরোধীদল পিটিআইয়ের চেয়ারম্যান ইমরান খান পার্লামেন্ট ভেঙে দিয়ে নতুন নির্বাচন ঘোষণার জন্য দেশটির সরকারকে ছয় দিনের আল্টিমেটাম দিয়েছেন। পাকিস্তানের গণমাধ্যমে ডন জানিয়েছে, দাবি না মানলে ‘পুরো জাতিকে’ নিয়ে ফের রাজধানী ইসলামাবাদে ফিরে আসবেন বলে বৃহস্পতিবার হুঁশিয়ার করেছেন তিনি। পাকিস্তানজুড়ে রাজনৈতিক নাটক ও সহিংসতার একটি দিনের পর এ দিন সকালে ইসলামাবাদের জিন্না অ্যাভিনিউতে কথিত ‘আজাদি মার্চে’ অংশ নেওয়া সমর্থকদের উদ্দেশ্যে ভাষণ দেন ইমরান। এ সময় ইমরান জানান, খাইবার পাখতুনখোয়া থেকে শুরু করে ৩০ ঘণ্টা ভ্রমণ শেষে রাজধানীতে পৌঁছেছেন তিনি।
তিনি বলেন, “আমাদের আজাদি মার্চ ভেঙ্গে দেওয়ার জন্য সরকার সব ধরনের চেষ্টাই করেছে। তারা শান্তিপূর্ণ প্রতিবাদে কাঁদুনে গ্যাস ছুড়েছে, আমাদের বাড়িগুলোতে তল্লাশি চালানো হয়েছে, আমাদের গোপনীয়তা লঙ্ঘন করা হয়েছে। তারপরও আমি দেখছি, জাতি দাসত্বের ভয় থেকে নিজেদের মুক্ত করেছে।” ইমরান অভিযোগ করে বলেন, করাচিতে পিটিআইয়ের তিন কর্মী প্রাণ হারিয়েছেন, পুলিশ কাঁদুনে গ্যাস ছুঁড়তে থাকায় আটক সেতু থেকে একজন পড়ে গেছে আর আরেক জনকে রাভি নদীতে ফেলে দেওয়া হয়েছে। দেশে নতুন নির্বাচনের তারিখ ঘোষণা করতে ক্ষমতাসীন পিএমএল-এন সরকারকে জন্য চূড়ান্ত সময়সীমা বেঁধে দিয়ে ইমরান বলেন, জুনে সাধারণ নির্বাচন ঘোষণার জন্য সরকারকে এই সময় দিচ্ছেন তিনি। “আমদানি করা সরকারের প্রতি আমার বার্তা হচ্ছে, আইনসভা ভেঙ্গে দিন এবং নির্বাচন ঘোষণা করুন। অন্যথায় ছয় দিন পর আমি আবার ইসলামাবাদে ফিরে আসবো,” বলেন তিনি।