নারীদের মর্যাদার আসনে অধিষ্ঠিত করছে সরকার : শিক্ষা উপমন্ত্রী

8

 

শিক্ষা উপমন্ত্রী মুহিবুল হাসান চৌধুরী বলেছেন, সরকার দেশের সবক্ষেত্রে নারীদের মর্যাদার আসনে অধিষ্ঠিত করছে। জন্ম ও শিক্ষাসনদসহ সব বিষয়ে মায়ের নাম অন্তর্ভুক্ত করার ব্যবস্থা করেছে। জাতীয় সংসদ, সেনাবাহিনী, আইনশৃঙ্খলা বাহিনী, প্রশাসন, বিশ্ববিদ্যালয়ের শীর্ষ পদগুলেতে আজ নারীরা সুপ্রতিষ্ঠিত। নারীকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী, নারী শিক্ষা ও অধিকার নিশ্চিত করতে সরকার কাজ করছে। এছাড়া বয়স্ক, দুস্থ, মাতৃত্বকালীন ও বিধবা ভাতার পাশাপাশি শিক্ষার বিনিময়ে উপবৃত্তি প্রদান করছে। এছাড়া এসএমএসের মাধ্যমে তাদের কাছে টাকা পাঠানোর ব্যবস্থা করেছে সরকার।
জনক-জননী ওয়েলফেয়ার ফাউন্ডেশনের উদ্যোগে লালখানবাজার ওয়ার্ডে শহীদ নগর বালিকা বিদ্যালয় প্রাঙ্গণে ঈদ উপহার বিতরণ উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
এতে সভাপতিত্ব করেন ফাউন্ডেশনের প্রধান নির্বাহী ফরিদ মাহমুদ। নগর যুবলীগ সদস্য দেলোয়ার হোসেন দেলুর পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন নগর আওয়ামী লীগ যুগ্ম সাধারণ সম্পাদক আলহাজ বদিউল আলম, প্রচার সম্পাদক আলহাজ শফিকুল ইসলাম ফারুক। বক্তব্য রাখেন ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি আলহাজ্ব ছিদ্দিক আহমেদ, সহ সভাপতি শেখ দেলোয়ার হোসেন, গোলাম নেওয়াজ বাবুল, নগর যুবলীগ সাবেক সহ-সভাপতি সুরথ কুমার চৌধুরী, ওয়ার্ড কাউন্সিলর আবুল হাসনাত বেলাল, সংরক্ষিত মহিলা কাউন্সিলার আনজুমান আরা বেগম, আওয়ামী লীগ নেতা এম এ কাদেও, নেছার আহমেদ, শেখ নাছির আহমেদ, হোসেন সরওয়ার্দী, মোজাম্মেল হোসেন সোহাগ, সৈয়দ শওকত হোসেন, মনির হোসেন টিটু, মিজানুর রহমান, শহিদুল আলম, নাজমুল হাসান রুমি, মো. আলমগীর, এড. সীমা আহমেদ, মাসুদ রানা, জহির উদ্দিন সুমন, নুরুজ্জামান, শাহেদুল আলম রাশেদ চৌধুরী, দোলোয়ার হোসেন সুমন, ইযয়সিন ভুঁইয়া, রুমা আক্তার, কহিনুর আক্তার, সুজন পাল, জাকির হোসেন, রফিকুল ইসলাম রানা, খালেদুজ্জামান বাবু, কাজী ইমরান চৌধুরী, মো. হাসান, আল আমিন, আসিফ মাহমুদ, সালাউদ্দিন লাভলু। পরে প্রধান অতিথি নারী-পুরুষের মাঝে শাড়ি-লুঙ্গিসহ ঈদ সামগ্রী বিতরণ করেন।