নাভালনির মৃত্যু হলে রাশিয়াকে ভুগতে হবে : যুক্তরাষ্ট্র

16

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সমালোচক এবং কারাবন্দি বিরোধীদলীয় নেতা আলেক্সেই নাভালনির শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, নাভালনিকে যথাযথ চিকিৎসা দিচ্ছে না রুশ কর্তৃপক্ষ। যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা জেইক সালিভ্যান বলেছেন, কারাগারে নাভালনির মৃত্যু হলে রাশিয়াকে এর ফল ভোগ করতে হবে।
রবিবার সংবাদমাধ্যম সিএনএন-এর সঙ্গে আলাপকালে জেইক সালিভ্যান বলেন, রুশ সরকারকে আমরা জানিয়ে দিয়েছি, নিরাপত্তা হেফাজতে নাভালনির সঙ্গে যা ঘটেছে তার দায় মস্কোকে নিতে হবে। আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে তাদের এ ব্যাপারে জবাবদিহি করতে হবে। যুক্তরাষ্ট্রের মিত্র যুক্তরাজ্য, ফ্রান্স ও জার্মানিও এ ব্যাপারে উদ্বেগ প্রকাশ করেছে। ইউরোপীয় ইউনিয়নের পক্ষ থেকেও নাভালনির চিকিৎসার ব্যাপারে উদ্বেগ জানানো হয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন, কোমরের ব্যথা ও পা অবশ হয়ে যাওয়ার চিকিৎসা না করালে আগামী কয়েক দিনের মধ্যে ৪৪ বছরের নাভালনির মৃত্যু হতে পারে।