নওশীনের ‘মরীচিকা’

38

বুকভরা স্বপ্ন নিয়ে মালয়েশিয়ায় গিয়ে বিপাকে পড়েছেন বাদল। তার ভিসার কাগজপত্র ঠিক না থাকায় পুলিশি ঝামেলায় জড়িয়ে যান তিনি। দোহা বাদল এর বন্ধু। তিনি বাদলকে সাহায্য করেন। মালয়েশিয়ার সিটিজেন আলিশার মাধ্যমে তাকে জেল থেকে বের করিয়ে আনেন। জেল থেকে মুক্তি পেয়ে আলিশার বাসায় থাকতে শুরু করেন বাদল। বিনিময়ে সে আলিশাকে রান্নার কাজে সাহায্য করেন। একটু একটু করে তাদের মধ্যে এক ধরণের ঘনিষ্ঠতা তৈরি হয়। এরপর হঠাৎ বাদলের জীবন নতুন দিকে মোড় নেয়। এমনই গল্পে নির্মিত হয়েছে একক নাটক ‘মরীচিকা’। জিনাত হোসেন যুথীর রচনায় নাটকটি পরিচালনা করেছেন আলভী আহমেদ। এতে আলিশার চরিত্রে অভিনেত্রী নওশীন নেহরিন মৌ, বাদল চরিত্রে অভিনেতা আদনান ফারুক হিল্লোল ও দোহার চরিত্রে অভিনয় করেছেন মিশু সাব্বির। ২০ সেপ্টেম্বর রাত ৯টায় এসএটিভিতে ‘মরীচিকা’ নাটকটি প্রচার হবে।