ধীরে ধীরে সচল হচ্ছে দুবাই বিমানবন্দর

7

সংযুক্ত আরব আমিরাত ও প্রতিবেশী দেশগুলোতে ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকায় মারাত্বকভাবে ব্যাহত হয়েছে দুবাই বিমানবন্দরের কার্যক্রম। অবশ্য বৃহস্পতিবার (১৮ এপ্রিল) সকাল থেকে ধীরে ধীরে কার্যক্রম শুরু করেছে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম এই বিমানবন্দরটি। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে। কিছু অভ্যন্তরীণ ফ্লাইট চালু হয়েছে। তবে বিমানবন্দরের সম্পূর্ণ কার্যক্রম শুরু হতে আরও সময় লাগবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। এছাড়া তারা জানিয়েছে, টার্মিনাল ১ এর মাধ্যমে অন্তর্মুখী ফ্লাইটগুলো ধীর ধীরে পুনরায় কার্যক্রম শুরু করেছে। তবে বহির্মুখী ফ্লাইটগুলো এখনও বিলম্ব হচ্ছে। চেক-ইনের জন্য বিপুল সংখ্যক যাত্রী অপেক্ষা করছে বলেই বিলম্ব হচ্ছে বলে জানানো হয়েছে। বুধবার নাগাদ অন্তত ৩০০ ফ্লাইট বাতিল করা হয়েছে। বিলম্ব হয়েছে আরও শতাধিক ফ্লাইট। বিমানবন্দরে পৌঁছানোর চেষ্টাকারী যাত্রীদের ভিড়ে আশপাশের রাস্তাগুলোতে প্রচন্ড চাপ সৃষ্টি হয়েছে। বন্যার কারণে সেগুলোতে যানজট দেখা দিয়েছে। এছাড়া বন্যার কারণে বিমানবন্দরের আশপাশের সব রাস্তা বন্ধ থাকায়, যাত্রীদের কাছে খাবার পৌঁছাতে সমস্যা হয়েছে।