ধানের শীষে ব্যালট বিপ্লবের মাধ্যমে প্রতিশোধ নিতে হবে

42

গত ২৩ ডিসেম্বর রোববার চট্টগ্রাম-১৬ বাঁশখালী সংসদীয় আসনের ধানের শীষের প্রার্থী সাবেক মন্ত্রী জাফরুল ইসলাম চৌধুরী গুলিবিদ্ধ গুরুতর আহত ছাত্রদল নেতা ইউছুপকে দেখতে নগরীর একটি বেসরকারি হসপিটালে ছুটে যান। এসময় জাফরুল ইসলাম চৌধুরী বলেন, এ ব্যুলেটের প্রতিশোধ আগামী ৩০ ডিসেম্বর বাঁশখালীর সর্বস্তরের জনগণ ব্যালট বিপ্লবের মাধ্যমেই নিবে। আমাদের নেতাকর্মীকে ধৈর্য্য ধারণ করে এসব সন্ত্রাসী কর্মকান্ডকে প্রতিহত করতে হবে। সরকারী দল জনগণের উপর আস্থা হারিয়ে জনগণের উপর গুলি বর্ষণ করছে। তারা মামলা-হামলা করে ভয়ভিতি প্রদর্শনের মাধ্যমে এলাকায় নেতাকর্মী শূন্য করে জনগণের রায় ছিনিয়ে নেয়ার পায়তারা করছে। বাঁশখালীবাসী অন্যায়কে কোন সময় মেনে নেয়নি। বাঁশখালীর সর্বস্তরের জনগণ ৩০ ডিসেম্বর ধানের শীষে ব্যালট বিপ্লবের মাধ্যমে সকল ষড়যন্ত্রের দাঁতভাঙ্গা জবাব দিবে। এসময় উপস্থিত ছিলেন, জেলা বিএনপির ক্রীড়া সম্পাদক শওকত ওসমান, যুবদল নেতা শহিদুল কাইছার বাদশা, শোয়াইব, জেলা ছাত্রদল নেতা আবদুস সবুর, ওসমান গণী মোজাহিদ, পৌরসভা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আবদুল আল-মুবিন, জেলা ছাত্রদল নেতা এস.এম তৈয়্যব, জাহাঙ্গীর আলম, কারা নির্যাতি ছাত্রনেতা আজিম উদ্দিন। বিজ্ঞপ্তি