ধর্মসম্মেলনে মোছলেম উদ্দিন এমপি বঙ্গবন্ধুর বাংলাদেশ গঠনের স্বপ্ন লালন করতে হবে

63

সংসদ সদস্য ও চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোছলেম উদ্দিন আহমেদ বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অসা¤প্রদায়িক বাংলাদেশ গঠনের স্বপ্ন প্রত্যেকের মধ্যে লালন করতে হবে। যুব সমাজকে প্রগতিশীল দেশ গঠনে ভূমিকা রাখতে হবে।
তিনি গত ২৫ ফেব্রæয়ারি সন্ধ্যায় নগরীর মধ্যম মোহরায় শিল্পপতি সুকুমার চৌধুরী বাড়ি প্রাঙ্গণে আয়োজিত শিবকল্পতরু শ্রীমৎ স্বামী অদ্বৈতানন্দ পুরী মহারাজ স্মরণে ও শ্রীশ্রী ল²ী নারায়ণ ও গৌর নিতাই বিগ্রহের ৩২তম প্রতিষ্ঠাবার্ষিকী উৎসবের ২য় দিনে ধর্মসম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক অ্যাড. রানা দাশগুপ্ত।
গৌরাঙ্গ নিকেতন উৎসব উদ্যাপন পরিষদের কো-চেয়ারম্যান অমিত চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জন্মাষ্টমী উদ্যাপন পরিষদের সাবেক সাধারণ সম্পাদক অ্যাড. তপন কান্তি দাশ, মহানগর পূজা উদ্যাপন পরিষদের সভাপতি অ্যাড. চন্দন তালুকদার, মহানগর হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক অ্যাড. নিতাই প্রসাদ ঘোষ, স্বেচ্ছাসেবক লীগ কেন্দ্রীয় কমিটির পাট ও বস্ত্র বিষয়ক সম্পাদক আশীষ কুমার সিংহ, গোলপাহাড় মহাশ্মশান পরিচালনা পরিষদের সভাপতি মাইকেল দে, সমাজসেবক সঞ্জীব বরণ নাথ।
সংগঠক নিউটন কুমার মজুমদারের সঞ্চালনায় বক্তব্য দেন ডা. দুলাল ঘোষ, অধ্যাপক দিলীপ চৌধুরী, দীপক দেওয়ানজী, সন্তোষ কুমার ঘোষ, উৎসব উদ্যাপন পরিষদের উপদেষ্টা মনোজ কুমার দত্ত, স্বপন কুমার চৌধুরী, কৃষ্ণপদ ঘোষ, সঞ্জয় চৌধুরী, অ্যাড. শিবু চন্দ্র মজুমদার, অ্যাড. সাধন চন্দ্র মজুমদার, চান্দগাঁও থানা পূজা পরিষদের সভাপতি সমীরণ মলিক, সন্তোষ ঘোষ, অসীম চৌধুরী মিন্টু, আশুতোষ চৌধুরী, প্রিয়তোষ চৌধুরী, সমর দেব স্বপন, অসিত চৌধুরী, নিপু ভট্টাচার্য্য, টিটন চৌধুরী, পঙ্কজ চৌধুরী, পীযুষ চৌধুরী বসু, রঞ্জন সেন লবা, যীশু চৌধুরী, মিশু চৌধুরী প্রমুখ। বিজ্ঞপ্তি