দোকানপাট ২২ এপ্রিল থেকে খুলে দেওয়ার আহবান ব্যবসায়ীদের

18

মাহে রমজানকে সামনে রেখে স্বাস্থ্যবিধি মেনে আগামী ২২ এপ্রিলের পর থেকে দোকানপাট খুলে দেওয়ার আহŸান জানিয়েছেন ব্যবসায়ীরা। অন্যথায় আন্দোলনে যাওয়ার ঘোষণা দেন তারা। টেরীবাজার ব্যবসায়ী সমিতির আয়োজনে ১৮ এপ্রিল বিকেলে তামাকুমন্ডি লেইন বণিক সমিতি, বিপনী বিতান ব্যবসায়ী সমিতি, গোলাম রসুল মার্কেট ব্যবসায়ী সমিতিসহ বিভিন্ন মার্কেটের নেতৃবৃন্দের সাথে অনুষ্ঠিত সভায় বক্তারা এসব কথা বলেন।
টেরীবাজার ব্যবসায়ী সমিতির সভাপতি আমিনুল হকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবদুল মান্নানের সঞ্চালনায় উপস্থিত ছিলেন তামাকুমন্ডি লেইন বণিক সমিতির সভাপতি মোহাম্মদ আবু তালেব, বিপনী বিতান মার্কেটের সভাপতি মোহাম্মদ ছগির, সাধারণ সম্পাদক আহমেদ কবির দুলাল, টেরীবাজার ব্যবসায়ী সমিতির সিনিয়র সহ-সভাপতি বেলায়েত হোসেন, তামাকুমন্ডি লেইন বণিক সমিতির সিনিয়র সহ-সভাপতি সরওয়ার কামাল, রিয়াজ উদ্দিন বাজার ব্যবসয়ী সমিতির সভাপতি মো. আবুল কাশেম, গোলাম রসুল মার্কেট বণিক সমিতির ভারপ্রাপ্ত সভাপতি রিন্টু বড়ুয়া, সাধারণ সম্পাদক মোহাম্মদ আকবর, মতি টাওয়ার ব্যবসায়ী সমিতির সভাপতি মো. জামাল উদ্দিন, সাধারণ সম্পাদক আবদুল খালেক, টেরীবাজার ব্যবসায়ী সমিতির সহ-সভাপতি মো. নাছির উদ্দিন চৌধুরী, মো. লিয়াকত আলী, যুগ্ম সাধারণ সম্পাদক আবুল মনসুর, তামাকুমন্ডি লেইন বণিক সমিতির সহ-সভাপতি মো. সেলিম, যুগ্ম সাধারণ সম্পাদক মোজাম্মেল হক, টেরীবাজার ব্যবসায়ী সমিতির সহ-সাধারণ সম্পাদক মোহাম্মদ আলমগীর, শেখ শহীদ সোহরাওয়ার্দী বাহাদুর, অর্থ সম্পাদক আবু তাহের, সমাজকল্যাণ সম্পাদক নুরুল হুদা, অডিটর সম্পাদক অধ্যক্ষ মাওলানা ইমরানুল হক সাইয়েদ, সাহিত্য ও ধর্মীয় সম্পাদক হাফেজ মাওলানা জিয়াউল করীম, কার্যনির্বাহী সদস্য মো. দিদারুল আলম, তামাকুমন্ডি লেইন বণিক সমিতির সহ-সাধারণ সম্পাদক আরিফুর রহমান, দপ্তর সম্পাদক মোহাম্মদ রফিক, অর্থ সম্পাদক মো. বজলুর রহমান, গোলাম রসুল মার্কেটের সাংগঠনিক সম্পাদক তাহের উদ্দিন, এস এম ইউনুছ চৌধুরী, আহমেদ কবির, আবদুল মান্নান, আমিনুল হক প্রমুখ। বিজ্ঞপ্তি