দেশিগুলো ফেলে বিদেশি কবুতর নিয়ে গেল চোর

11

প্রতিদিনের মতো গত শনিবার রাত সাড়ে ১০টায় পাখির দোকান বন্ধ করে বাসা যান হাটহাজারী বাজারের ব্যবসায়ী মাওলানা মতিউল্লাহ নূরী।
পরদিন রবিবার সকালে দোকান খুলে দেখেন খাঁচায় রাখা চার জোড়া (৮টি) দেশি কবুতর আছে। কিন্তু ফেন্সি জাতের ১২ জোড়া (২৪টি) কবুতর নেই।
শনিবার রাতেই হাটহাজারী বাজারের হাতিনারদীঘির পাড়ে নূর মসজিদের দক্ষিণে চট্টগ্রাম-খাগড়াছড়ি মহাসড়কের পশ্চিমে নূরী স্টোর (পাখির দোকান) থেকে ওই ২৪টি কবুতর চুরি করে নিয়ে গেছে চোর। এসব কবুতরের বাজারমূল্য প্রায় ৭৫ হাজার টাকা বলে জানা গেছে।
এ ঘটনায় দোকানের মালিক মাওলানা মতিউল্লাহ নূরী থানায় লিখিত অভিযোগ করবেন জানিয়ে বলেন, রাতে দোকান বন্ধ করে বাসায় গিয়েছিলাম। রবিবার সকাল ৯টার দিকে দোকান খুলে দেখি দোকানে পেছনে বাথরুমের লোহার ভ্যান্টিলেটর ভেঙে ফেন্সি জাতের ২৪টি কবুতর ও ক্যাশবক্সে থাকা ১৫শ টাকা নিয়ে গেছে চোর।
হাটহাজারী মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রাজিব শর্মা জানান, এ ব্যাপারে লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।