দেশকে এগিয়ে নিতে কৃষকদের ভূমিকা অগ্রগণ্য

17

চট্টগ্রাম-১৪ আসনের সংসদ সদস্য নজরুল ইসলাম চেীধুরী বলেছেন, বর্তমান সরকার কৃষিবান্ধব সরকার হিসেবে কৃষকদের জন্য বিনামূল্যে সার, বীজ, কীটনাশক, কৃষি উপকরণ বিতরণ করে থাকেন। সেসাথে কৃষকদের জন্য সহজ শর্তে ঋণ বিতরণ ও প্রশিক্ষণের ব্যবস্থা নিয়ে থাকেন। বছরের প্রতিটি মৌসুমে বিনামূল্যে সার, বীজ, কীটনাশক বিতরণের মধ্য দিয়ে কৃষি কাজে সহায়তা করে যাচ্ছে সরকার। খাদ্যে স্বয়ংসম্পূর্ণ দেশ হিসেবে বাংলাদেশকে এগিয়ে নিতে কৃষকদের ভূমিকা অগ্রগণ্য।
গতকাল ২২ এপ্রিল সকালে উপজেলা অডিটোরিয়ামে চলতি মৌসুমে প্রণোদনা কর্মসূচীর আওতায় উফশি আউশ ফসলের বিনামূল্যে সার ও বীজ বিতরণ করা হয়। ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে কৃষি স¤প্রসারণ অধিদপ্তরের আয়োজনে বিনামূল্যে সার ও বীজ বিতরণ অনুষ্ঠান উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমতিয়াজ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম-১৪ আসনের সংসদ সদস্য নজরুল ইসলাম চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন, পৌর মেয়র মাহবুবুল আলম খোকা, থানা অফিসার ইনচার্জ নাসির উদ্দিন সরকার, দক্ষিণ জেলা আ.লীগের সহ-সভাপতি চেয়ারম্যান হাবিবুর রহমান। স্বাগত বক্তব্য রাখেন কৃষি কর্মকর্তা স্মৃতি সরকার। আলোচনায় অংশ নেন- উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক নবাব আলী, হেলাল উদ্দিন চৌধুরী, নিবু বড়ুয়া, মেম্বার মো. ওসমান, ইমরান প্রমুখ। চলতি মৌসুমে উপজেলার ৭’শ কৃষকের মাঝে ৫ কেজি আউশ বীজ, ২০ কেজি ডিএপি, ২০ কেজি এমওপি সার বিতরণ করা হয়। পরে ২৮ লক্ষ টাকা মূলের কম্বাইন হারভেস্টার ও ১ লক্ষ ৮০ হাজার টাকা মূল্যের রিপার কৃষকদের মাঝে বিতরণ করা হয়।