দেওয়ানজী পুকুর লেইন সৎসঙ্গ আশ্রমে ধর্মসম্মেলন

12

শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্র সৎসঙ্গ চট্টগ্রাম জেলার উদ্যোগে ঠাকুর অনুকূলচন্দ্রের স্মরণ মহা-মহোৎসব উপলক্ষে ১ম দিবসে ধর্মসম্মেলন ২৭ জানুয়ারি বিকালে নগরীর রহমতগঞ্জস্থ দেওয়ানজী পুকুর লেইন সৎসঙ্গ আশ্রমে অনুষ্ঠিত হয়। সৎসঙ্গ চট্টগ্রাম জেলার সভাপতি অধ্যাপক সুধীর বিকাশ দেবের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সরকারি হাজী মুহাম্মদ মহসিন কলেজের প্রাক্তন অধ্যক্ষ প্রফেসর অঞ্জন নন্দী। সৎসঙ্গ চট্টগ্রাম জেলার সম্পাদক চন্দনময় নন্দী টিটুর সঞ্চালনায় প্রধান আলোচক ছিলেন পশ্চিমবঙ্গের কথাসাহিত্যিক প্রতিঋত্বিক প্রলয় মজুমদার। বিশেষ অতিথি ছিলেন হিমাইতপুর কেন্দ্রীয় সৎসঙ্গের সহ-সভাপতি সহপ্রতিঋত্বিক জগদীশ দেবনাথ, সৎসঙ্গ ঢাকা মহানগর শাখার সাধারণ সম্পাদক সহপ্রতিঋত্বিক প্রশান্ত দেবনাথ, নারায়ণগঞ্জ জেলা সৎসঙ্গের সাধারণ সম্পাদক বিশ্বজিৎ সাহা। স্বাগত বক্তব্য রাখেন উৎসব উদ্যাপন পরিষদের আহবায়ক প্রকৌশলী অশোক দাশ ও সদস্য সচিব উজ্জ্বল দত্ত। সকালে ১ম পর্বের কর্মসূচির মধ্যে ছিল- সমবেত প্রার্থনা, শিশু-কিশোরদের কুইজ প্রতিযোগিতা, ঠাকুরের পূজা, লীলা কীর্ত্তন, সৎসঙ্গ শিক্ষাবৃত্তি প্রদান, আনন্দবাজারে প্রসাদ আস্বাদন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, যুগ সমস্যার সমাধানে ঠাকুর অনুকূলচন্দ্রের আবির্ভাব এই বাংলাদেশে। তাই এই বাংলার মাটি পুতঃপবিত্র, আপনারা ধন্য। বিশ^বাসী আজ অনুকূলীয় ভাবধারায় উদ্ভাসিত। বিজ্ঞপ্তি