দৃষ্টিকোণ ব্লাড ডোনার্স এসো’র রক্তের গ্রূপ নির্ণয় কর্মসূচি

12

 

দৃষ্টিকোণ ব্লাড ডোনার্স এসোসিয়েশন এর পরিচালনায় অগ্রজাগরণ শিশু ফোরামের আয়োজনে কর্ণফুলী আরবান প্রোগ্রাম ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের সার্বিক সহযোগিতায় রক্তের গ্রূপ নির্ণয় কর্মসূচি নগর বশর বিল্ডিং সংলগ্ন মাঠে ১১ জুন সকালে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন টেকনিক্যাল কো-অর্ডিনেটর (সিইএসপি) রবার্ট কমল সরকার। উদ্বোধন করেন সমাজসেবক মো. জাহাঙ্গীর আলম। বিশেষ অতিথি ছিলেন দৃষ্টিকোণ ব্লাড ডোনার্স এসোসিয়েশনের প্রতিষ্ঠাতা পরিচালক মুহাম্মদ জামাল উদ্দীন। কর্মসূচি পরিচালনা করেন দৃষ্টিকোণ ব্লাড ডোনার্স এসোসিয়েশনের সভাপতি মুহাম্মদ নূরনবী সাহেদ, সহ-সভাপতি ইমন খন্দকার, সাধারণ সম্পাদক মুহাম্মদ মায়মুনুর রশিদ নাহিদ, মুহাম্মদ আবুল হাসনাত, সহ-সাংগঠনিক সম্পাদিকা তাহমিনা আক্তার, সহ-অর্থ সম্পাদক ফাহিম উদ্দীন, রক্ত বিভাগীয় সম্পাদক সাব্বির আহমেদ, রক্ত বিভাগীয় সম্পাদিকা বৃষ্টি আক্তার, শিক্ষা প্রশিক্ষণ সম্পাদক মিসবাহুর রশীদ ওয়াহিদ, সদস্য সচিব মুহাম্মদ আজগর। উপস্থিত ছিলেন অগ্রজাগরণ শিশু ফোরামের সভাপতি মুহাম্মদ শাহিদুল আলম জিতু, জান্নাত, আরাফাত, তাসলিমা, শাওনজিতু, রাকিব, রাজু, তাহিয়া, হাসান, জান্নাতুন নাঈমা প্রমুখ। এসময় অতিথিবৃন্দ দৃষ্টিকোণ বøাড ব্যাংকের তরুণদের মানবিক কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন এবং কার্যক্রমের ধারাবাহিকতা রক্ষায় সহযোগিতার আশ্বাস দেন। অতিথিবৃন্দ আরো বলেন, নামাজ, রোজার সঙ্গে জনকল্যাণের তথা মানবিকতা ও নৈতিকতার গুণাবলি অর্জন করাও জরুরি। সরকারী উদ্যোগের পাশাপাশি বেসরকারীভাবেও তরুণরা যদি যুগপৎভাবে মানবিক কার্যক্রমে এগিয়ে আসে তাহলে সুন্দর সমাজ গড়ে ওঠা সম্ভব।