দুর্নীতি করে টাকা উপার্জন কুরুচিকর

18

 

আপনি এখন নয়ছয় করে এদিকের হিসাব ঐদিকে দিয়ে ভালো দুর্নীতি করে টাকা উপার্জন করে যাচ্ছেন। ভালো আয়ও হচ্ছে। আপনিতো ভাবছেন কেউ বুঝছে না ভালো সম্মাননা পেয়ে যাচ্ছেন চারিদিকে। সবাই প্রধান অতিথি, বিশেষ অতিথি বানিয়ে যাচ্ছে সবখানে। মাঝেমধ্যে টেলিভিশন টকশোতেও আসছেন, পত্রিকার শিরোনাম হচ্ছেন। সব ঠিকমতো চলছে। কিন্তু এটা কি চিরস্থায়ী হবে? আপনি ভাবছেন এটা চিরস্থায়ী থাকবে? তাহলে আপনি ভুলের মধ্যে আছেন। আপনার এই সম্মাননা ক্ষণস্থায়ী। আজকে আপনাকে টকশোতে অতিথি করে আনছে অন্যদিন আপনার দুর্নীতি নিয়ে টকশোতে আলোচনা চলবে। অন্যদিন আপনি শিরোনাম হবেন আপনার দুর্নীতির কার্যক্রম নিয়ে।
আচ্ছা একটু ভালো থাকার জন্য একটু সম্মান নিয়ে থাকার জন্য নয়ছয় ডানবাম করে বেশ ভালো উপার্জন করে যাচ্ছেন, কিন্তু শেষ বয়সে এসে নিজেকে দুর্নীতিগ্রস্ত তালিকায় দেখতে কি ভালো লাগবে? এখন ঠিকই দুর্নীতির টাকায়, টাকা পাচার করে আপনার সন্তানদের দেশের বাইরে পড়াচ্ছেন, কিন্তু আগামীতে সন্তানকে যখন ফোন দিবেন একটু কথা বলার জন্য সে বলবে বাবা আমি এখন ব্যস্ত ফোন দিওনা। সে দেশেও আসবে না, আপনিতো তখন নাতীনাতনীর মুখো দেখবেন না। দেখলেও মাঝেমধ্যে ভার্চুয়ালে দেখবেন। তাহলে এতো দুর্নীতি এতো টাকা পাচার কার জন্য করছেন মশাই? এই সংক্ষিপ্ত জীবনে সুন্দরভাবে বেঁচে থাকার জন্য অতো বেশি টাকার প্রয়োজন নেই। একটু ভালোভাবে থাকার জন্য সুন্দরভাবে থাকার জন্য যতটুকু দরকার ততোটা টাকা উপার্জন করাটাই শ্রেয়।