দুবাইয়ে ফজলে করিম চৌধুরী রাউজান ২৫ বছর উন্নয়নের ছোঁয়া থেকে বঞ্চিত ছিল

33

 

ইউএই প্রতিনিধি

এবিএম ফজলে করিম চৌধুরী বলেছেন, রাউজান ২৫ বছর উন্নয়নের ছোঁয়া থেকে বঞ্চিত ছিল। এখন এটি উন্নয়নের জনপদ হয়েছে। আমি ক্ষমতায় থাকি না থাকি রাউজানবাসীর ভাগ্য উন্নয়নে কাজ করে যাব। গতকাল সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে প্রবাসী সংগঠন রাউজান সমিতির মতবিনিময় সভায় তিনি একথা বলেন।
রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির চেয়ারম্যান সাংসদ এবিএম ফজলে করিম চৌধুরীর আমিরাত সফর উপলক্ষে গত ১১ অক্টোবর দুবাইয়ে ক্রাউন প্লাজা হোটেলে এ আয়োজন করেন তারা। এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফারাজ করিম চৌধুরী, প্রকৌশলী আবু জাফর চৌধুরী, মোহাম্মদ সেলিম চৌধুরী, ইমরাদ হোসেন ইমু, শেখ ফরিদ আহমেদ সিআইপি, ফারহান করিম চৌধুরী, অধ্যাপক আবদুস সবুর, নজরুল ইসলাম, জুলফিকার ওসমান, মহিউদ্দিন মহিন, প্রকৌশলী মোরশেদ, নাসিম উদ্দিন আকাশ, কাজী ওমর গণি, ওয়াহিবুল মোস্তফা চৌধুরী। সংগঠনের সাধারণ সম্পাদক আবুল কাশেমের সঞ্চালনায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি খোরশেদ জামান। অন্যদের মধ্যে বক্তব্য দেন ইসমাইল গনি চৌধুরী নজরুল ইসলাম, শওকত আকবর ও নাসির তালুকদার।