দিল্লীতে মুসলিম গণহত্যার প্রতিবাদে গণঅধিকার ফোরামের লিফলেট বিতরণ

85

বিদ্যুতের মূল্যবৃদ্ধি ও দিল্লীতে মুসলিম গণহত্যার প্রতিবাদে গত ২৯ ফেব্রূয়ারি চট্টগ্রাম গণঅধিকার ফোরাম উত্তত-দক্ষিণ ও চট্টগ্রাম মহানগর শাখার যৌথ উদ্যোগে চকবাজারস্থ সংগঠনের মহানগর কার্যালয়ে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। চট্টগ্রাম গণঅধিকার ফোরামের চট্টগ্রাম মহানগর সভাপতি আবু মো. হোসেন চৌধুরীর সভাপতিত্বে কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মোহাম্মদ সালাউদ্দিনের পরিচালনায় লিফলেট বিতরণের পূর্বে প্রতিবাদ সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখতে গিয়ে গণঅধিকার ফোরামের চেয়ারম্যান মোহাম্মদ জাহাঙ্গীর আলম বলেন, আমরা দীর্ঘদিন যাবৎ সরকারের নিকট দাবী জানিয়ে আসছি বিদ্যুতের দাম কমানোর জন্য। এমনকি বাংলাদেশ এনার্জি রেগুরেটারী কমিশনের (বিইআরসি) গণগুনানিতে যুক্তি ও তথ্যে প্রমাণিত হয়েছে, বিদ্যুতের দাম বাড়ানো নয় বরং কমানো উচিত। দাম বাড়ানোর পেছনে গ্যাস- সংকটের কারণে তেলনির্ভর বিদ্যুৎ উৎপাদনের ব্যয় বৃদ্ধির কথা বলা হলেও তা অসত্য ভাষণ। গ্যাস সংকটের জন্য নয় বরং কম দামে বিদ্যুৎ উৎপাদনকারী প্রতিষ্ঠানে গ্যাস সরবরাহ না করে ব্যয়বহুল বিভিন্ন বেসরকারী বিদ্যুৎ ব্যবসায়ীদের গ্যাস সরবরাহ করার কারণে এবং অযৌক্তিভাবে রেন্টাল-কুইক রেন্টাল (ভাড়াভিত্তিক বিদ্যুৎকেন্দ্র) ব্যবসায়ীদের ভর্তুকি দেওয়ার কারণে বিদ্যুৎ উৎপাদন ব্যয় বাড়ছে। প্রধান বক্তার বক্তব্য রাখতে গিয়ে চগঅফো’র মহাসচিব এম.এ হাশেম রাজু বলেন, জাতীয় সক্ষমতা বিপর্যন্ত করে সরকার একদিকে সাগরের গ্যাস রপ্তানির বিধান রেখে বিদেশি প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি করছে, অন্যদিকে গ্যাস-সংকটের অজুহাতে সুন্দরবন ধ্বংস করে ও বিপুল ঋণের রূপপুর প্রকল্পের উদ্যোগ নিয়েছে। বিদ্যুৎ খাতকে ক্রমাগত কিছু দেশি-বিদেশি গোষ্ঠীর ব্যবসার খাতে পরিণত করা হয়েছে। সভাপতির বক্তব্যে আবু মোহাম্মদ হোসেন চৌধুরী বলেন, ভারতের রাজধানী নয়া দিল্লীতে দীর্ঘদিন ধরে সা¤প্রদায়িক হামলা চলছে। মুসলিম নিধনের যে পরিকল্পিত হত্যা চলছে ইহা নিন্দা করার ভাষা আমাদের জানা নাই। মুসলিম বিদ্বেষী অপতৎপরতা বন্ধ করার জন্য মোদী সরকারের নিকট জোর দাবী জানান। প্রতিবাদ সভায় উপস্থিত ছিলেন চগঅফো’র ভাইস চেয়ারম্যান এডভোকেট আহমদুর রহমান খান, উত্তর জেলা আহব্বায়ক মো. নুরুল হাকিম লোকমান, দক্ষিণ জেলার যুগ্ম আহব্বায়ক আলহাজ নুর মোহাম্মদ দোহাজারী, যুগ্ম আহব্বায়ক এড. মো. জসিম উদ্দিন, আলহাজ মো. নওশা মিয়া, কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব প্রফেসর আবদুস সাত্তার সামস, যুগ্ম মহাসচিব কাউন্সিলর দোস্ত মোহাম্মদ, মো. দিদারুল ইসলাম দিদার, জাফর আহমেদ, নগর শাখার সাধারণ সম্পাদক নুরুদ্দিন হোসেন নুরু, কেন্দ্রীয় সহকারী মহাসচিব মো. জানে আলম, এডভোকেট নার্গিস আলম চৌধুরী, এডভোকেট শ্রী তপন দে, অরূপ বড়–য়া, ডা. জামাল উদ্দিন, কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ সালাউদ্দিন, উপদেষ্টা মোহাম্মদ মঈনুদ্দিন আহমেদ, মহানগর যুগ্ম সম্পাদক এডভোকেট রেজাউল করিম খান, সৈয়দ বেলাল উদ্দিন, শ্রম বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম, সহ অর্থ সম্পাদক আবদুল আউয়াল বাবু, অফিস সম্পাদক মো. আখতার হোসেন প্রমূখ। প্রতিবাদ সভা শেষে বিদ্যুতের মূল্যবৃদ্ধি ও দিল্লীতে সহিংসতার প্রতিবাদে লিফলেট বিতরণ করছেন ফোরামের নেতৃবৃন্দ। বিজ্ঞপ্তি