দিল্লিতে দশ দিনেই ১০ হাজার শয্যার হাসপাতাল

28

বিশ্বের অন্যতম বৃহৎ হাসপাতাল তৈরি হলো ভারতের রাজধানী দিল্লিতে। হাসপাতালটির শয্যাসংখ্যা ১০ হাজার। মাত্র দশদিনে হাসপাতালটি করোনা আক্রান্তদের জন্য বিশেষভাবে প্রস্তুত করা হয়েছে। ভারতে কোভিড-১৯ সংক্রমণের হটস্পট দিল্লিতে শনাক্তের সংখ্যা ৮৭ হাজার ছাড়িয়ে গেছে। আক্রান্তদের মধ্যে ২ হাজার ৭৪২ জন মারা গেছেন। দিল্লি সরকারের বিরুদ্ধে অভিযোগ গত ২৫ মার্চ থেকে দেশজুড়ে লকডাউন শুরু হলেও দিল্লি সেই সুযোগ কাজে লাগাতে পারেনি। দুই মাস সময়ের মধ্যে তারা যথেষ্ট পরিমাণ করোনা পরীক্ষা ছাড়াও কনট্যাক্ট ট্রেসিংয়ের মতো কাজগুলোতে ধীরগতি ছিল দিল্লিতে। তাই আক্রান্তের পরিমাণ এত বেড়েছে। দিল্লিতে শুধু জুনেই দিল্লিতে ৫০ হাজারের বেশি আক্রান্ত শনাক্ত হয়েছে। হাসপাতালটি চালু করেছে ভারতের দিল্লি রাজ্য প্রশাসন। রাজ্য সরকার জানায়, সরদার প্যাটেল কোভিড কেয়ার সেন্টার অ্যান্ড হসপিটাল নামের এই হাসপাতাল রোববার থেকে প্রাথমিকভাবে দুই হাজার শয্যা নিয়ে সচল হয়েছে। আগামী ৫ জুলাই থেকে শহরের উপকণ্ঠে অবস্থিত হাসপাতালটির কার্যক্রম পুরোদমে শুরু হবে বলে সোমবার জানিয়েছেন ঊর্ধ্বতন কর্মকর্তা বি এম মিশ্রা।