দারুল মদিনা একাডেমির অভিভাবক সমাবেশ

151

শিক্ষার গুণগত মানবৃদ্ধি, তুলনামূলক দুর্বলদের সবলকরন ও শিশুদের নৈতিক আদর্শের বিকাশ সাধনের লক্ষ্যে দারুল মদিনা মডেল একাডেমী ইবতেদায়ী মাদ্রাসায় ২৬ জুন সকালে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। দারুল মদিনা মডেল একাডেমীর সুপার মাওলানা মোহাম্মদ মোরশেদুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত অভিভাবক সমাবেশে প্রধান অতিথি ছিলেন একাডেমীর প্রতিষ্ঠাতা ও পরিচালক আলহাজ্ব মুহাম্মদ নঈমুল ইসলাম। সমাবেশের শুরুতে অভিভাবকরা শিক্ষার মানন্নোয়নে বিবিধ পরামর্শ ও সহায়তার আশ্বাস দিয়ে বক্তব্য রাখেন। প্রধান অতিথির বক্তব্যে নঈমুল ইসলাম বলেন, শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবক এ ত্রিমূলের সমন্বিত প্রচেষ্টার মাধ্যমে একটি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় রাখা সম্ভব। শিশুর মানসিক ও নৈতিক বিকাশে পরিবার ও শিক্ষা প্রতিষ্ঠান উভয়েরই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হয়। তাই মানসম্মত শিক্ষাসহ শিশুর সার্বিক উন্নয়নে শিক্ষক ও অভিভাবকদের সেতুবন্ধন অত্যন্ত জরুরী। এ সেতু বন্ধন তৈরির মানসেই অভিভাবক সমাবেশের আয়োজন। একাডেমীর সুপার মাওলানা মোরশেদুল আলম অভিভাবক সমাবেশের আলোচনা সভায় অভিভাবকবৃন্দের মধ্যে থেকে যেসব সূচিন্তিত মতামত, পরামর্শ ও দিক-নির্দেশনা সমূহ এসেছে তা দ্রæত বাস্তবায়ন করে শিক্ষার মানোন্নয়ন করা হবে মর্মে অভিভাবকবৃন্দকে আশ্বস্ত করেন। একাডেমীর শিক্ষক হাফেজ মুহাম্মদ জমির উদ্দীনের পরিচালনায় আরো বক্তব্য রাখেন পরিচালনা কমিটির সদস্য মুহাম্মদ জমির উদ্দীন, মাওলানা আবু বকর সিদ্দিক, উম্মে মায়মুনা লাভলী, মুহাম্মদ মিজানুর রহমান প্রমুখ। বিজ্ঞপ্তি