‘দাতব্য চিকিৎসালয় প্রান্তিক জনগোষ্ঠির জন্য মাইলফলক’

9

রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি এবিএম ফজলে করিম চৌধুরী এমপি বলেছেন, এসএন্ডডি মজুমদার দাতব্য চিকিৎসালয় একটি সেবা সংস্থা। এই সংস্থার মাধ্যমে সাধারণ মানুষ বিশেষজ্ঞ চিকিৎসক দ্বারা বিনামূল্যে ওষুধ ও চিকিৎসা সেবা পাবে। তিনি বলেন, সমাজসেবক দিলীপ মজুমদার এর আগে মিরসরাই, সীতাকুÐ, রাউজানে তিনটি দাতব্য সেবা সংস্থা করেছেন। এসএন্ডডি মজুমদার দাতব্য চিকিৎসালয় নগর ও প্রান্তিক জনগোষ্ঠির জন্য মাইলফলক। তিনি ৩ ফেব্রæয়ারি নগরীর পাথরঘাটাস্থ প্রত্যাশা ভবনে এসএন্ডডি মজুমদার ফাউন্ডেশন ট্রাস্টের উদ্যোগে ৪র্থ সেবামূলক সংস্থা ‘এসএন্ডডি মজুমদার দাতব্য চিকিৎসালয়’র উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
ট্রাস্টের চেয়ারম্যান দিলীপ কুমার মজুমদারের সভাপতিত্বে অনুষ্ঠানে উদ্বোধক ছিলেন শ্রীমৎ শ্যামানন্দ মোহন্ত মহারাজ। দেবব্রত দে দেবু’র সঞ্চালনায় উপস্থিত ছিলেন ট্রাস্টের ভাইস চেয়ারম্যান শাশ্বতী মজুমদার, দুলাল মজুমদার, ইঞ্জিনিয়ার পরিমল চৌধুরী, ডা. শ্রীপ্রকাশ বিশ্বাস, ডা. মনতোষ ধর, ড. রনজিত চৌধুরী, কাউন্সিলর পুলক খাস্তগীর, কাউন্সিলর শৈবাল দাশ সুমন, শ্যামল পালিত, অধ্যক্ষ রীতা দত্ত, সমাজসেবক শিমুল দাশ, টিটু কুমার নাথ, ভাস্কর ডি.কে দাশ, রুমেল ঘোষ, লিটন চৌধুরী, আবছার উদ্দীন চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা মানিক দেবনাথ, গোপাল জলদাস প্রমুখ। শেষে মেডিসিন বিশেষজ্ঞ ডা. চন্দন মল্লিক, গাইনী বিশেষজ্ঞ ডা. মেরী চৌধুরী, নাক কান গলা বিশেষজ্ঞ ডা. চন্দন দাশ ও চক্ষু বিশেষজ্ঞ ডা. শুভ চক্রবর্তী মেডিকেল ক্যাম্পের মাধ্যমে বিনামূল্যে চিকিৎসা সেবা এবং ফ্রি ওষুধসহ প্রায় ৪২৫ জন রোগীকে চিকিৎসা সেবা প্রদান করেন। বিজ্ঞপ্তি