দলীয় প্রার্থীদের ‘জয়ের ভার’ নেতাদের কাঁধে

114

চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীদের জয়ী করতে কোমর বেঁধে নামছে নগর আওয়ামী লীগ। ৪১টি ওয়ার্ডে দলীয় প্রার্থীদের জয় নিশ্চিত করতে দায়িত্ব দেয়া হয়েছে নগর আওয়ামী লীগের নেতাদের।
ইতোমধ্যে কোথায় কে দায়িত্ব পালন করবেন তা বণ্টন করে তালিকা প্রস্তুত করা হয়েছে। চসিক নির্বাচন পরিচালনায় সদস্য সচিবের দায়িত্ব পরিচালনার পাশাপাশি নগর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আ.জ.ম নাছির উদ্দীন সামলাবেন আট ওয়ার্ড। ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরীর কাঁধে রয়েছে এক ওয়ার্ডের দায়িত্ব। এছাড়াও নগর আওয়ামী লীগের সহ-সভাপতি থেকে ওয়ার্ড আওয়ামী লীগের নেতাদের বিভিন্ন ওয়ার্ডে দায়িত্ব দেয়া হয়েছে।
চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ.জ.ম নাছির উদ্দীন পূর্বদেশকে বলেন, ‘নির্বাচন ঠিকভাবে পরিচালনা করতে আমরা নগর আওয়ামী লীগ নেতাদের দায়িত্ব বণ্টন করেছি। দলীয় মেয়র, সাধারণ ও সংরক্ষিত কাউন্সিলরদের বিজয় নিশ্চিত করতে কাজ করবেন এসব নেতারা। এছাড়াও প্রচারণা সমন্বয়, তদারকি এবং কোথাও নেতাকর্মীদের মধ্যে কোনো ভুল বুঝাবুঝি থাকলে তা সমাধান করতে বলা হয়েছে। প্রতিটি ওয়ার্ডে নেতাকর্মীদের মধ্যে প্রার্থীর প্রতি আন্তরিকতা ও আস্থা ফেরাতে কাজ করবেন দায়িত্বপ্রাপ্ত নেতারা।’
দলীয় সূত্র জানায়, গত ১২ জানুয়ারি নগর আওয়ামী লীগের পক্ষ থেকে তালিকা প্রস্তুত করে নেতাদের কাছে পাঠানো হয়েছে। সেখানে প্রতিটি ওয়ার্ডের দায়িত্বে রাখা হয়েছে ১ থেকে ৩ জন নেতা। দায়িত্বপ্রাপ্তদের মধ্যে নগর আওয়ামী লীগ নেতাদের পাশাপাশি ওয়ার্ড আওয়ামী লীগের নেতারাও রয়েছেন। ইতোমধ্যে দায়িত্ব বুঝে পেয়ে প্রচারণায় নেমে পড়েছেন নেতারা।
নাম প্রকাশ না করার শর্তে দায়িত্বপ্রাপ্ত এক আওয়ামী লীগ নেতা বলেন, ‘মহানগর আওয়ামী লীগের পক্ষ থেকে আমাদেরকে দায়িত্ব দিয়ে যে টিম করা হয়েছে সেখানে কাউন্সিলরদের বিষয়ে মৌখিকভাবে জানানো হলেও লিখিতভাবে জানানো হয়নি। আমি যে কাগজটি হাতে পেয়েছি সেখানে মেয়র নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী রেজাউল করিম চৌধুরীর পক্ষে নির্বাচনী কার্যক্রম পরিচালনার কথা বলা আছে।’
জানা যায়, ১ নং পাহাড়তলী ওয়ার্ডে জাফর আলম ও মো. মাঈন উদ্দিন চৌধুরী, ২ নং জালালাবাদ ওয়ার্ডে এড. শেখ ইফতেখার সাইমুল চৌধুরী ও খলিলুর রহমান, ৩ নং পাঁচলাইশ ওয়ার্ডে মহব্বত আলী খান ও জাফর আলম, ৪ নং চান্দগাঁও ওয়ার্ডে আবদুচ ছালাম ও নোমান আল মাহমুদ, ৫ নং মোহরা ওয়ার্ডে আবদুচ ছালাম, নোমান আল মাহমুদ ও আবু তাহের, ৬ নং পূর্ব ষোলশহর ওয়ার্ডে নোমান আল মাহমুদ, ৭ নং পশ্চিম ষোলশহর ওয়ার্ডে বখতেয়ার উদ্দিন খান, ৮ নং শুলকবহর ওয়ার্ডে আহমেদুর রহমান ছিদ্দিকী ও আমিনুল হক, ৯ নং উত্তর পাহাড়তলী ওয়ার্ডে আ.জ.ম নাছির উদ্দীন ও কাজী আলতাফ উদ্দিন, ১০ নং উত্তর কাট্টলী ওয়ার্ডে আজ.ম নাছির উদ্দীন, এম.এ জাফর ও সুলতান আহমদ চৌধুরী, ১১ নং দক্ষিণ কাট্টলী ওয়ার্ডে শফর আলী, ১২ নং সরাই পাড়া ওয়ার্ডে দিদারুল আলম চৌধুরী, ১৩ নং পাহাড়তলী ওয়ার্ডে শফিকুল ইসলাম ফারুক ও মুমিনুল হক, ১৪ নং লালখান বাজার ওয়ার্ডে বদিউল আলম, শফিকুল ইসলাম ফারুক ও মোহাম্মদ হোসেন হীরন, ১৫ নং বাগমনিরাম ওয়ার্ডে মাহতাব উদ্দিন চৌধুরী, সুনীল সরকার, শফর আলী, আব্দুল লতিফ টিপু ও ফিরোজ আহমদ, ১৬ নং চকবাজার ওয়ার্ডে ডা. ফয়সল ইকবাল চৌধুরী, মানস রক্ষিত ও আনছারুল হক, ১৭ নং পশ্চিম বাকলিয়া ওয়ার্ড আ.জ.ম নাছির উদ্দীন ও শাহাবুদ্দিন আহমেদ, ১৮ নং পূর্ব বাকলিয়া ওয়ার্ডে আ.জ.ম নাছির উদ্দীন, আহমদ ইলিয়াছ ও মোহাম্মদ ইছহাক, ১৯ নং দক্ষিণ বাকলিয়া ওয়ার্ডে আ.জ.ম নাছির উদ্দীন, ইঞ্জিনিয়ার বিজয় কিষাণ চৌধুরী ও সিদ্দিক আহমদ, ২০ নং দেওয়ান বাজার ওয়ার্ডে পেয়ার মোহাম্মদ, ২১ নং জামালখান ওয়ার্ডে হাসান মাহমুদ শমশের, চন্দন ধর, মানস রক্ষিত ও ইঞ্জিনিয়ার বিজয় কৃষাণ চৌধুরী, ২২ নং এনায়েতবাজার ওয়ার্ডে এড. ইব্রাহিম হোসেন বাবুল ও শেখ ইফতেখার সাইমুল চৌধুরী, ২৩ নং উত্তর পাঠানটুলী ওয়ার্ডে দোস্ত মোহাম্মদ, ২৪ নং উত্তর আগ্রাবাদ ওয়ার্ডে আলতাফ হোসেন চৌধুরী বাচ্চু, ২৫ নং রামপুর ওয়ার্ডে নঈম উদ্দিন চৌধুরী, শফিক আদনান ও ফয়েজ আহমদ, ২৬ নং উত্তর হালিশহর ওয়ার্ডে একেএম বেলায়েত হোসেন, সাইফুদ্দিন খালেদ বাহার ও রেজাউল করিম কায়ছার, ২৭ নং উত্তর আগ্রাবাদ ওয়ার্ডে আলতাফ হোসেন চৌধুরী বাচ্চু ও শেখ শহিদুল আনোয়ার, ২৮ নং পাঠানটুলী ওয়ার্ডে নঈম উদ্দিন চৌধুরী, ২৯ নং পশ্চিম মাদারবাড়ি ওয়ার্ডে শেখ মোহাম্মদ ইসহাক ও জাহাঙ্গীর চৌধুরী, ৩০ নং পূর্ব মাদারবাড়ি ওয়ার্ডে মাহবুবুল হক মিয়া ও অমল মিত্র, ৩১ নং আলকরণ ওয়ার্ডে মশিউর রহমান চৌধুরী ও মোহাম্মদ ইউছুপ, ৩২ নং আন্দরকিল্লা ওয়ার্ডে আ.জ.ম নাছির উদ্দীন ও হাজী বেলাল আহমদ, ৩৩ নং ফিরিঙ্গিবাজার ওয়ার্ডে শফিক আদনান ও মোহাম্মদ ইউছুপ, ৩৪ নং পাথরঘাটা ওয়ার্ডে জালাল উদ্দিন ইকবাল, দেবাশীষ গুহ বুলবুল ও আবুল মনসুর, ৩৫ নং বক্সিরহাট ওয়ার্ড চন্দন ধর, দেবশীষ গুহ বুলবুল, আবুল মনসুর ও নুরুল আমিন শান্তি, ৩৬ নং গোসাইলডাঙ্গা ওয়ার্ডে হাজী জহুর আহমদ ও মো. ইলিয়াছ, ৩৭ নং মুনিরনগর ওয়ার্ড আবদুল আহাদ ও আবু তাহের, ৩৮ নং দক্ষিণ মধ্যম হালিশহর ওয়ার্ড আ.জ.ম নাছির উদ্দীন ও রোটারিয়ান মো. ইলিয়াছ, ৩৯ নং দক্ষিণ হালিশহর রোটারিয়ান মো. ইলিয়াছ ও হারুনুর রশিদ, ৪০ নং উত্তর পতেঙ্গা ওয়ার্ড কামরুল হাসান বুলু, আবু তাহের ও আবদুল হালিম, ৪১ নং দক্ষিণ পতেঙ্গা ওয়ার্ডে আ.জ.ম নাছির উদ্দীন ও এ.এম.এ ইকবালকে দায়িত্ব দেয়া হয়েছে।
মহানগর আওয়ামী লীগের সদস্য রোটারিয়ান মো. ইলিয়াছ পূর্বদেশকে বলেন, ‘নগর আওয়ামী লীগের পক্ষ থেকে আমাকে দুটি ওয়ার্ডের দায়িত্ব দেয়া হয়েছে। আমি এসব ওয়ার্ডে মেয়রসহ দলীয় সমর্থন পাওয়া কাউন্সিলর প্রার্থীদের জয়ী করতে কাজ করবো। ইতোমধ্যে আমি দায়িত্বপ্রাপ্ত ওয়ার্ডগুলোতে প্রচার প্রচারণা শুরু করেছি।’