দরবারে বারীয়া শরীফে মিলাদুন্নবী ও শাহজী (র.) ওরশ মাহফিল

59

চান্দগাঁওস্থ বারীয়া দরবার শরীফে পবিত্র ঈদে মিলাদুন্নবী (দ.) ও শাহজী (র.) বার্ষিক ওরশ মাহফিল ৩ মার্চ অনুষ্ঠিত হয়। মাহফিলে সভাপতিত্ব করেন বারীয়া দরবার শরীফের সাজ্জাদানশীন পীরে তরিকত আল্লামা শাহ্ ছুফি সৈয়্যদ বদরুদ্দোজা বারী (মজিআ)। মাহফিলে ওলামায়ে কেরাম, দরবার শরীফের অসংখ্য ভক্ত-মুরীদান উপস্থিত ছিলেন।
সভাপতির বক্তব্যে হযরত সৈয়্যদ বদরুদ্দোজা বারী বলেন, নবীর (দ.) প্রেম, সততা ও ন্যায়পরায়ণতা প্রকৃত মুসলমানের আদর্শ। যা আল্লাহর নৈকট্য অর্জনের প্রকৃত উপায়। অতিথি আলেমরা বলেন, আউলিয়ায়ে কেরামগণ নবীজির পথে আজীবন কাজ করে থাকেন। মানুষ দুনিয়ায় সত্য কথা বলবে, আমানত রক্ষা করবে, ওয়াদা পালন করবে। শুধু নিজে এগুলো মেনে চললে হবে না, বরং অপরকেও এই সৎ কার্যাবলি পালন করার জন্য উপদেশ প্রদান করবে। হযরত শাহজী বারী (রহ.) আজীবন সে পথেই মানুষকে আহŸান করেছেন।
শেষে দেশ ও জাতির সমৃদ্ধি, বিশ্বমহামারী করোনা থেকে মুক্তি এবং বিশ্ব মানবতার কল্যাণ কামনা করে আখেরী মুনাজাত পরিচালনা করেন সৈয়্যদ মুহাম্মদ বদরুদ্দোজা বারী। পরে তবারুক পরিবেশিত হয়। বিজ্ঞপ্তি