দক্ষতা বাড়াতে আমেরিকা গেলেন শুভ!

72

অভিনয় দক্ষতা আরও বাড়াতে যুক্তরাষ্ট্র গেলেন চিত্রনায়ক আরিফিন শুভ। ২৫ জুলাই ভোরের একটি ফ্লাইটে তিনি নিউ ইয়র্কের উদ্দেশে রওনা দেন। সেখানে একটি অভিনয় স্কুলে ১ মাসের জন্য কোর্স করবেন ‘ঢাকা অ্যাটাক’-খ্যাত এই তারকা। এর আগে আগামী ২৮ জুলাই লস অ্যাঞ্জেলেসে ‘বঙ্গ সম্মেলন’-এ যোগ দেবেন। বাংলা ভাষাভাষীদের নিয়ে প্রতি বছর যুক্তরাষ্ট্রে এ আয়োজন করা হয়। যেখানে বিশ্বের নানা প্রান্তের খ্যাতিমান বাঙালিরা আমন্ত্রিত হয়ে থাকেন।
যাওয়ার আগে শুভ বলেন, ‘আজ থেকে দেড় যুগ আগে আমি মফস্বল শহরের এক যুবক ছিলাম। ময়মনসিংহের দুই বন্ধুর সহযোগিতায় ঢাকা শহরে এসেছিলাম। চেয়েছিলাম র্যাম্প মডেল হবো, অভিনয় করবো। যার ফলে হয়তো আমি আজকের শুভ। আমি আরও বড় স্বপ্ন দেখতে ভালোবাসি। তাই অভিনয়ে নিজেকে আরও দক্ষ করতে চাই। এ জন্যই যুক্তরাষ্ট্রের অভিনয় স্কুলে ভর্তি হচ্ছি।’ দেশটির স্থানীয় একটি অভিনয় স্কুলে মাসব্যাপী কর্মশালায় অংশ নেবেন আরিফিন শুভ। এটি চলবে ১ আগস্ট থেকে ২৮ আগস্ট পর্যন্ত। এদিকে আলোচিত নতুন দুটি সিনেমার কাজ শেষ করেছেন আরিফিন শুভ। সানী সানোয়ার ও ফয়সাল আহমেদ পরিচালিত ‘মিশন এক্সট্রিম’ ও গোলাম সোহরাব দোদুল পরিচালিত ‘সাপলুডু’। ‘মিশন এক্সট্রিম-এ তার নায়িকা হিসেবে আছেন জান্নাতুল ঐশী আর ‘সাপলুডু’-তে আছেন বিদ্যা সিনহা মিম। দুটির কাজই প্রায় শেষ। চলতি বছরই এ দুটি ছবি মুক্তি পাবে।