তারেক রহমানের জন্মদিন উদযাপন

37


পাঠানটুলী ওয়ার্ড যুবদল :
চট্টগ্রাম নগরীর ২৩নং পাঠানটুলী ওয়ার্ড যুবদলের উদ্যোগে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান, তারুণ্যের অহংকার তারেক রহমানের ৫৬ তম জন্মদিন উদ্যাপন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির সাধারণ সম্পাদক জননেতা আবুল হাশেম বক্কর। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন নগর বিএনপি’র যুগ্ম-সম্পাদক ইয়াসিন চৌধুরী লিটন, চট্টগ্রাম মহানগর যুবদলের যুগ্ম-সম্পাদক মোহাম্মদ সেলিম, সহ সাধারণ সম্পাদক তানভীর মল্লিক, মোহাম্মদ নওশাদ নওশা, মহানগর যুবদল নেতা মো. যুবরাজ, ২৩নং ওয়ার্ড যুবদল নেতা মো. আলমগীর, মো. জাহেদ, মো. রাসেল, মো. আজিজ, মো. রফিক, মো. রাজু (১), মো. রাজু ( ২) ডাবলমুরিং স্বেচ্ছাসেবক দল নেতা মো. আমিন সহ প্রমুখ।
জাতীয়তাবাদী সাংস্কৃতিক দল :
বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৫৬তম জন্মদিবস উপলক্ষে জাতীয়তাবাদী সাংস্কৃতিক দল চট্টগ্রামের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগর যুবদলের সহ সাংগঠনিক সম্পাদক তারেক রহমান মুক্তি পরিষদের বন্দর থানা সভাপতি মোহাম্মদ কামরুল হাসান। তিনি বলেন, তারেক রহমান মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জৈষ্ঠ্য সন্তান, সাবেক প্রধানমন্ত্রী বিএনপি’র চেয়ারপার্সন এশিয়ার সবচেয়ে জনপ্রিয় নেত্রী বেগম খালেদা জিয়ার ছেলে হিসেবে সারা দেশের মানুষের হৃদয়ের স্পন্দন হিসেবে স্থান করে নিয়েছেন। তার কর্ম দক্ষতার মধ্য দিয়ে। তাই আজ এই সরকার আতঙ্ক মনে করেন দেশি-বিদেশী ষড়যন্ত্রের শিকার। তারেক রহমান বাংলাদেশের মানুষের কল্যাণে যেই ভূমিকা রেখেছেন তা অনেক প্রশংসনীয়। উন্নয়ন উৎপাদনে কৃষক শ্রমিক, ছাত্র, যুবক আপাময় জনতার কল্যাণ সাধিত তার রাজনীতির লক্ষ ও উদ্দেশ্য ছিলেন জনবান্ধব। তিনি আজ ষড়যন্ত্রের শিকার। এক মাত্রই জনপ্রিয়তায় ঈষান্বিত হয়েছে সরকার। সরকারের ছত্রছায়ায় মন্ত্রী, এমপিরা তার সন্তানরা দেশের মানুষের ব্যবসা-প্রতিষ্ঠান জায়গা সম্পদ সহ লুটপাটের লিপ্ত রয়েছে। বতর্মান সরকারের প্রধানমন্ত্রী পরিবারের লোকেরা লুটপাটের মাধ্যমে হাজার হাজার কোটি টাকা দেশের বাইরে প্রচার করছে তার কোনো খোঁজ খবর নেই। ইউনিপে টু, ডেসটিনি নামে এবং অনলাইনের মাধ্যমে প্রধানমন্ত্রীর ছেলে সজীব ওয়াজেদ জয়ও হাজার কোটি টাকা হাতিয়ে নিয়েছেন। তার জন্য অসংখ্য মানুষ সর্বহারা হয়ে গেছেন এবং আত্মহত্যা করেছেন বহু মানুষ এর কোনো বিচার হয়নি। নাসিমন ভবনস্থ দলীয় কার্যালয়ে গতকাল বাদে আসর সংগঠনের সাধারণ সম্পাদক মোহাম্মদ রফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মো: বকতেয়ার, রমজান আলী মুরাদ, মো: বাদশা, ইমাম হোসেন ইমাম, মো: সোহেল, মো: রফিকুল ইসলাম বাবলু, রফিক উদ্দিন প্রমুখ। নেতৃবৃন্দ।