‘তারা’ গ্রাহকদের ‘নেটওয়ার্কিং অ্যান্ড ক্যাপাসিটি ডেভেলপমেন্ট’ কর্মসূচি

41

চটগ্রামে নারী ব্যাংকিংয়ের তারা গ্রাহকদের জন্য ‘নেটওয়ার্কিং অ্যান্ড ক্যাপাসিটি ডেভেলপমেন্ট’ প্রোগ্রাম আয়োজন করেছে ব্র্যাক ব্যাংক লিমিটেড।
৬ ফেব্রয়ারি ব্যাংকের মুরাদপুর শাখায় টেলিনর হেলথ’স টনিক, কুপারস বেকারি বাংলাদেশ ও ব্র্যাক ব্যাংকের যৌথ উদ্যোগে অনুষ্ঠানটি আয়োজন করা হয়। এই অনুষ্ঠানটি সকল বয়সের ‘তারা’ গ্রাহকদের জন্য আয়োজন করা হয়েছে। নারী গ্রাহকদের মধ্যে ‘তারা’ থেকে পাওয়া বিশেষ সেবাগুলোর ব্যাপারে আগ্রহ বাড়ছে।
অনুষ্ঠানে টেলিনর হেলথের ক্লিনিক্যাল অপারেশনের প্রধান ডা. খালেদ হাসান স্বাস্থ্যকর জীবনযাত্রার উপর একটি সেশন পরিচালনা করেন। চট্রগ্রামে তারা গ্রাহকেরা বিনামূল্যে ডায়াবেটিস, রক্তচাপ পরীক্ষার পাশাপাশি বিভিন্ন মেডিকেল সুবিধার উপর পেয়েছে ৫০ শতাংশ ছাড়। এছাড়া ছিল বিনামূল্যে বিশেষজ্ঞ ডাক্তারদের পরামর্শ গ্রহণের সুযোগ। অনুষ্ঠানটি নারী গ্রাহকদের পেশাদারি দক্ষতা বিকাশে সহায়ক হয়েছে। এছাড়া এটি নারী গ্রাহকদের অর্থনৈতিক সুযোগ সৃষ্টিতে রেখেছে বিশেষ ভূমিকা। বিজ্ঞপ্তি