তাইওয়ানে মার্কিন সেনার উপস্থিতির কথা জানালেন প্রেসিডেন্ট সাই

6

 

তাইওয়ানের ভূখন্ডে মার্কিন সেনার উপস্থিতি রয়েছে, এমন কথা নিজেই জানালেন দ্বীপটির প্রেসিডেন্ট সাই ইং ওয়েন। মার্কিন সংবাদমাধ্যম সিএনএন-কে এক সাক্ষাৎকারে সাই বলেন, প্রশিক্ষণ ও সহায়তার জন্যই অল্প সংখ্যক মার্কিন সেনা তাইওয়ানে অবস্থান করছে। গত কয়েক মাসে দফায় দফায় রেকর্ড সংখ্যক চীনা যুদ্ধবিমান অনুপ্রবেশ করেছে তাইওয়ান আকাশ প্রতিরক্ষা জোনে। এ নিয়ে নিয়ে উত্তেজনা সৃষ্টি হয়েছে ওই অঞ্চলে। তাইওয়ানকে বশে আনতেই মূলত যুদ্ধবিমান পাঠিয়ে চাপ সৃষ্টি করছে বেইজিং। তবে সম্প্রতি তাইওয়ানের প্রেসিডেন্ট পরিষ্কার বার্তা দেন, ‘তাইওয়ান কখনও চাপের কাছে মাথা নত করবে না’।