তাঁতীদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে মহানগর শাখার আয়োজন

25

জাতীয়তাবাদী তাঁতী দলের ৪০ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে চট্টগ্রাম মহানগরের উদ্যোগে ব্যাপক কর্মসূচি পালন করা হয়। গত ১৮ ফেব্রূয়ারি মঙ্গলবার বাদে আসর নগরীর আগ্রাবাদস্থ হাজীপাড়া হাক্কানী ইবাদত খানায় দোয়া মাহফিলের আয়োজন করা হয়। দোয়া মাহফিল শেষে হাক্কানী এতিমখানায় এতিমদের মাঝে খাবার বিতরণ করা হয়। পরে আগ্রাবাদস্থ অস্থায়ী কার্যালয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসময় সভাপতির বক্তব্যে চট্টগ্রাম মহানগর তাঁতীদলের সভাপতি মনিরুজ্জামান টিটু বলেন, আওয়ামী ভয়াবহ দুঃশাসনের বিরুদ্ধে কেউ যাতে মাথাচাড়া দিতে না পারে সেজন্য দেশনেত্রী খালেদা জিয়াকে মিথ্যা ও সাজানো মামলায় কারারুদ্ধ করে রেখেছে সরকার। মহানগর তাঁতীদলের সভাপতি মনিরুজ্জামান টিটুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মরিুজ্জামান মুরাদের পরিচালনায় অন্যান্নের মধ্যে উপস্থিত ছিলেন মহানগর তাঁতীদলের যুগ্ম আহবায়ক মো. সেলিম হাফেজ, আহবায়ক কমিটির সদস্য মো. আইয়ুুব খান, মো. জসিম উদ্দিন ,আবুল কাশেম, মো. নজরুল ইসলাম, নিজাম উদ্দিন, শহিদুল ইসলাম রানা, পতেঙ্গা থানার আহবায়ক কে এম জিয়াউর রহমান, সদস্য সচিব মো. মনির হোসেন, ইপিজেড থানার আহবায়ক, মো. জাহেদ আনসারী, সদস্য সচিব মোঃ মহিউদ্দিন চৌধুরী, সদরঘাট থানার আহবায়ক মো. আইয়ুুব খান, সদস্য সচিব মো. জসিম উদ্দিন, ডবলমুরিং থানার আহবায়ক মো. সেলিম হাফেজ, সদস্যসচিব মো. ইউনুছ মিয়া, বাকলিয়া থানার আহবায়ক মো. জসিম উদ্দিন ,সদস্য সচিব মো. জলিল মিয়া, কোতোয়ালি থানা আহব্বায়ক মোঃ রমজান আলী মুরাদ, সদস্য সচিব মো. জনি, আকবর শাহ থানার আহব্বায়ক আনোয়র হোসেন জাহাঙ্গীর, সদস্য সচিব নিজাম উদ্দিন, বায়েজিদ থানার আহবায়ক শাহ আলম, সদস্য সচিব জাহাঙ্গীর হোসেন প্রমুখ। বিজ্ঞপ্তি