তথ্যমন্ত্রীর পক্ষে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্তদের ত্রাণ বিতরণ

20

রাঙ্গুনিয়ায় অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৯ পরিবারের মাঝে তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ এমপির পক্ষে ত্রাণ বিতরণ করা হয়েছে। গত ২৩ ফেব্রূয়ারি তার পক্ষে ত্রাণসামগ্রীর পাশাপাশি আর্থিক অনুদান দিয়েছেন পারুয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. ইলিয়াছ তালুকদার। তিনি প্রতি পরিবারকে ২০ কেজি করে নিত্য প্রয়োজনীয় ত্রাণ সামগ্রী ও নগদ অর্থ বিতরণ করেন। এসময় ক্ষতিগ্রস্ত এসব পরিবারে তথ্যমন্ত্রীর পক্ষে ত্রাণসামগ্রী ও নগদ অর্থ সহায়তা দিয়েছেন পারুয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি একতেহার হোসেন, আর্থিক অনুদান দেন স্থানীয় প্রিয়তোষ দেবনাথ, ইউপি সদস্য আবুল হাশেম, ওবাইদুল হক, রাঙ্গুনিয়া পূজা উদযাপন পরিষদ এবং জাগো হিন্দু পরিষদ’র নেতৃবৃন্দ। ত্রাণ বিতরণকালে উপস্থিত ছিলেন পারুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহেদুর রহমান তালুকদার, ইউনিয়ন আওয়ামী লীগের সহ সভাপতি নুরুল আলম বাদশা, ফজল আজিজ, যুগ্ম সম্পাদক নুরুল হুদা, আওয়ামী লীগ নেতা নূর মোহাম্মদ, হারুন মাতব্বর মেম্বার, শৈবাল চক্রবর্তী, সুপায়ন সুশীল, ইউপি সদস্য ইব্রাহীম খলিল, কাঞ্চন চৌধুরী সানি, কৃষক লীগ নেতা নাজিম মোহাম্মদ লোকমান, যুবলীগ নেতা জাহাঙ্গীর তালুকদার, উপজেলা ছাত্রলীগ নেতা ইমাম হোসেন ঈমন, মো. মিজান, স্বেচ্ছাসেবক লীগ নেতা আবু হানিফ, রুহুল আমিন কুদ্দুছ প্রমুখ। পরে গত ২০ ফেব্রূয়ারি রাতে উত্তর পারুয়া ২নং ওয়ার্ডে পুড়ে যাওয়া আবুল হাশেমের পরিবারকেও আর্থিক অনুদান ও ত্রাণ সহায়তা দিয়েছে ইলিয়াছ তালুকদার। উল্লেখ্য, গত ২২ ফেব্রূয়ারি রাঙ্গুনিয়া উপজেলার পারুয়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড কাটাখালী মধ্যম নাথপাড়া এলাকায় ভয়াবহ অগ্নিকান্ডে ৯টি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। আগুনে দগ্ধ হয়ে আড়াই বছর বয়সী বিনায়েথ নাথ নামে এক শিশু পুড়ে মারা গেছেন। সে ওই এলাকার বিধান নাথের শিশুপুত্র।