ডার্বি জিতে শীর্ষে ম্যানসিটি

26

প্রথমার্ধ গোলশূন্য থাকলেও দ্বিতীয়ার্ধে বার্নার্দো সিলভা ও লিরয় সেনের গোলে ২-০ ব্যবধানে ম্যানচেস্টার ডার্বি জিতে নিল ম্যানচেস্টার সিটি। ইংলিশ প্রিমিয়ার লিগের ম্যাচে বুধবার ওল্ড ট্র্যাফোর্ডে ম্যাচ জয়ের ফলে লিভারপুলকে ১ পয়েন্ট পিছনে ফেলে ফের প্রিমিয়ার লিগ টেবিলের শীর্ষে চলে এলো পেপ গুয়ার্দিওলার ছেলেরা। যার অর্থ শেষ তিন ম্যাচ জিতলেই টানা দ্বিতীয়বারের জন্য প্রিমিয়ার লিগ শিরোপা উঠবে স্কাই
ব্লুজদের হাতে। ৫৪ মিনিটে গুন্দোয়ানের বল ধরে বক্সের মধ্যে বার্নার্দো সিলভার বাঁ-পায়ের শট ম্যানইউয়ের স্প্যানিশ গোলরক্ষককে পরাস্থ করে ঢুকে যায় গোলে। গোল পেয়ে ব্যবধান বাড়িয়ে নেওয়ার লক্ষ্যে সার্জিও আগুয়েরোর দূরপাল্লার শট পোস্টে লেগে বাইরে চলে যায়। যদিও দ্বিতীয় গোল পেতে বেশি সময় নেয়নি ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা।
৬৬ মিনিটে রহিম স্টার্লিংয়ের বাড়ানো বল থেকে বাঁ-পায়ের জোরালো শটে ডি গিয়াকে পরাস্থ করে স্কোরলাইন ২-০ করেন লিরয় সেন। ৩৫ ম্যাচ থেকে সিটির সংগ্রহ ৮৯ পয়েন্ট। অন্যদিকে খারাপ ৩৫ ম্যাচে ৬৪ পয়েন্ট নিয়ে ছয় নম্বরে ম্যানইউ। ৩৫ ম্যাচ থেকে ৬৭ পয়েন্ট নিয়ে চারে চেলসি।