ট্রাফিক আইন মেনে রিকশা চালানোর আহবান মেয়রের

20

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দীন বলেছেন, কোনও কাজকে ছোট মনে করা উচিত নয়। নিজ কর্মকে সম্মানজনক মনে করে হালালভাবে আয় করা খুবই আনন্দদায়ক। সোমবার সকালে বিবর্ণ ক্যানভাস ও স্বপ্ন তুলি নামক সংগঠনের উদ্যোগে তিনদিনব্যাপি মার্শাল আর্ট প্র্যাকটিস এবং বুটিক ফেয়ার উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। রোটারেক্ট ক্লাব অব ইসলামাবাদ এর সহযোগিতায় এ উপলক্ষে বর্ণাঢ্য রিকশা র‌্যালি অনুষ্ঠিত হয়। নগরীর দেওয়ান হাট মোড়ে মেয়র রিকশায় চড়ে অনুষ্ঠান উদ্বোধন করেন। ট্রাফিক আইন মেনে রিকশা চালানোর জন্য চালকদের প্রতি আহবান জানিয়ে সিটি মেয়র বলেন, নগরীতে সুশৃংখলভাবে রিকশা চলাচল করলে যানজট অনেকটা নিরসন হবে। যারা ক্ষুদ্র উদ্যোক্তা আছেন তাদেরকে এ বিষয়ে এগিয়ে আসার আহবান জানান মেয়র।
নগরীতে যানজট নিরসন ও ট্রাফিক আইন সম্পর্কে অবগত করার জন্য রিকশা চালকদের সচেতন করার লক্ষ্যে এ অনুষ্ঠানের আয়োজন করেন রোটারেক্ট ক্লাব অব ইসলামাবাদ। র‌্যালিটি দেওয়ানহাট হয়ে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে সিরাজদৌল্লা রোড়স্থ সাফা আর্কেডে এসে শেষ হয়। এ সময় রোটারী ক্লাব অব ইসলামাবাদের সহ সভাপতি আবদুল মান্নান আসিফ, মাইনুল ইসলাম রিয়াদ, জান্নাতুল নুর, সাহাদাত হোসেন, জামাল উদ্দিন, আবদুল হামিদ অয়ন, তাজমিয়া জাতি, জামশেদুল ইসলাম, জাবেদ প্রমুখ। দিনব্যাপি কমসূচির মধ্যে ছিল দুপুরের ৫শ গৃহিনীর রান্না, সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠান, আজ সকাল রক্তদান কর্মসূচি, দুপুরে ক্যারিয়ার কাউন্সিলিং, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং ৩০ অক্টোবর দুপুরে প্রজেক্ট ফেয়ার ও সন্ধ্যায় সমাপনী অনুষ্ঠান। বিজ্ঞপ্তি