টিকা না নিলে জেলে পাঠানোর হুমকি

21

করোনাভাইরাসের টিকা না নিতে অস্বীকৃতি জানালে কারাগারে পাঠানোর হুমকি দিয়েছেন ফিলিপাইনের প্রেসিডেন্ট রদ্রিগো দুয়ার্তে। ভারতে প্রথম শনাক্ত হওয়া ডেল্টা ভ্যারিয়েন্টের সংক্রমণ ঠেকাতে নিজেদের সীমান্তে হাই এলার্ট জারি করেছে দেশটির সরকার। এমন অবস্থায় সোমবার রাতে টেলিভিশনে দেওয়া এক ভাষণে এই হুঁশিয়ারি দিয়েছেন ফিলিপাইনের প্রেসিডেন্ট। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে। গত মার্চে করোনাভাইরাসের টিকাদান শুরু করে ফিলিপাইন। তবে দেশটির বেশ কিছু কেন্দ্রে টিকাদানের হার খুব ধীর বলে জানা যাচ্ছে। যদিও ফাইজার/বায়োএনটেকের টিকার সীমিত সরবরাহ নিয়ে দেশটিতে অসন্তোষ দেখা গেছে। টিকা নিতে অনীহা প্রকাশকারীদের নিয়ে চরম হতাশা প্রকাশ করেন প্রেসিডেন্ট রদ্রিগো দুয়ার্তে। তিনি তাদের শুকরের টিকা দিয়ে দেওয়ার হুমকি দেন। বলেন, এরা সব একগুঁয়ে। ফিলিপাইনের প্রেসিডেন্ট বলেন, ‘যে কোনও একটা বেছে নিতে পারেন: টিকা নিন না হলে আমি কারাগারে পাঠাবো।’
টিকা নিতে অনীহা প্রকাশকারীদের দেশ ছেড়ে ভারত কিংবা যুক্তরাষ্ট্রে চলে যাওয়ার পরামর্শ দেন তিনি। মহামারির মধ্যে লকডাউনের বিধিনিষেধ অমান্যকারীদের গুলি করার হুমকি দিয়েছিলেন দুয়ার্তে। ওই হুমকির পর বিধিনিষেধ ভঙ্গকারী কয়েকজনকে গুলি করে হত্যার খবরও সামনে এসেছে।