টিআইসি’তে থিয়েটার স্লোগানের নাটক সৌদামিনী মালো’র সফল মঞ্চায়ন

44

পূর্বদেশ অনলাইন
গত ১২ই মে শুক্রবার সন্ধ্যা সাতটায় থিয়েটার ইন্সটিটিউট চট্টগ্রাম (টি আই সি) ল্যাবরেটরী হলে মঞ্চস্থ হলো থিয়েটার স্লোগান এর বহুল প্রশংসীত নাটক ‘সৌদামিনী মালো’। প্রখ্যাত কথা সাহিত্যিক শওকত ওসমানের গল্প অবলম্বনে নাটকটির নাট্যরুপ ও নির্দেশনা দিয়েছেন নাট্যকার, নির্দেশক লালন দাশ। নাটকের কাহিনী আবর্তিত হয়েছে আমাদের প্রাত্যহিক জীবনে নিয়ত মানবতার যে অবমাননা চলছে তারই একটি দিক ফুটে উঠেছে নাটক সৌদামিনী মালোতে। হিন্দু সমাজের অন্ত্যজ শ্রেণি মালো সম্প্রদায়ের নিঃসন্তান বিধবা সৌদামিনী স্বামীর মৃত্যুর পর উত্তরাধিকার সূত্রে পাওয়া সম্পত্তির ওপর নজর পড়ে সৌদামিনীর জ্ঞাতি দেবর মনোরঞ্জন মালোর। মনোরঞ্জন ছলে বলে কৌশলে সম্পত্তি কুক্ষিগত করার চেষ্টা করলে দৃঢ়চিত্ত সৌদামিনীর সাহস ও লোকপ্রীতির কারণে তা ব্যর্থ হয়। সন্তানহীনা প্রৌঢ়া সৌদামিনী যখন একটি শিশুকে এনে সন্তানবৎ পালন করতে থাকে তখন মনোরঞ্জন নমশূদ্রর ঘরে ব্রাক্ষণ সন্তান পালিত হচ্ছে এই মিথ্যা বক্তব্য প্রচার করে সৌদামিনীকে সমাজচ্যুত করার উদ্যোগ নেয়। সমাজের কাঠগড়ায় সমাজ হৈতষীদের আক্রমণে সৌদামিনীর জীবনে নেমে আসে এক গভীর ট্র্যাজেডি। সৌদামিনীর জীবন সংগ্রামের এই কঠিন সময়ে নিরুদ্দিষ্ট হয় তার পালিত পুত্র হরিদাস। অবশেষে নিজ ধর্ম ত্যাগ করে খ্রিস্টান ধর্ম গ্রহন করতে বাধ্য হয় সৌদামিনী। অচিরেই মস্তিষ্ক বিকৃত ঘটে সৌদামিনীর। মানুষের লোভ ও ধর্মান্ধতার যূপকাষ্ঠে মাতৃহৃদয় বলি প্রাপ্ত হয় সৌদামিনীর। সকল অভিনেতাদের প্রাণবন্ত ও সাবলীল অভিনয়ে মুগ্ধ দর্শকেরা প্রাণ ভরে উপভোগ করলো নাটকটি। হরিদাস চরিত্রে শিশু শিল্পী সান্নিধ্যের অসাধারণ অভিনয় সকলের মনে দাগ কেটেছে। মঞ্চ সজ্জা, আলো এবং মিউজিক সবকিছু মিলে তৈরী হয়েছিল একটি অসাধারণ অবয়ব। নাটকের মঞ্চ ও আলোক পরিকল্পনায় রয়েছেন লালন দাশ, পোশাক পরিকল্পনা করেছেন টুটুল গাংগুলী ও রাজীব চৌধুরী, সংগীত পরিকল্পনা করেছেন প্রীতি কণা দাশ, আবহ সংগীত পরিকল্পনায় সুধাম দাশ ও রুবেল দাশ এবং নাটকটির প্রযোজনা অধিকর্তা হিসেবে ছিলেন বিপ্লব দে। নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করছেন টুটুল গাংগুলী, নাছিমা আক্তার, সূধাম দাশ, রাজীব চৌধুরী, রুবেল দাশ, বিপ্লব দে, অভিষেক চক্রবর্তী, সজীব দাশ, সান্নিধ্য দে, নায়েম আল লতিফ এবং নোবেল মল্লিক। নাটকটির নেপথ্যে কাজ করেছেন সবুজ ভদ্র, পলাশ মল্লিক, অভিজিৎ তালুকদার, আরিয়ন আলমগীর, মিল্টন সরকার, প্রিয়া দাশ, রিপ্ত চক্রবর্তী, শিপন দাশ, ফয়সাল উদ্দিন নয়ন এবং সুমন দত্ত। শব্দ সংযোজন প্রীতি কণা দাশ এবং সুর্বণা মজুমদার। আলোক প্রক্ষেপণে লালন দাশ ও রুবেল দাশ। মিলনায়তনে ছিলেন অভিজিৎ লিটু, রণি দাশ, দিলিপ দাশ এবং মিল্টন সরকার।