জেলা রেড ক্রিসেন্ট কর্মকর্তা আব্দুর রশিদের ইন্তেকাল

20

 

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির জুনিয়র সহকারী পরিচালক ও চট্টগ্রাম জেলা ইউনিটের ইউনিট লেভেল অফিসার আব্দুর রশিদ খান ১৫ মে নগরীর পার্কভিউ হাসপাতালে হৃদরোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেন। মৃত্যুকালে বয়স হয়েছিল ৫৬ বছর। তিনি স্ত্রী, ১ পুত্র, ১ কন্যা সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। মরহুমের নামাজে জানাযা বাদ জোহর চট্টগ্রাম জেলা রেড ক্রিসেন্ট মাঠ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় এবং মরহুমের প্রতি বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি চট্টগ্রাম জেলা ও সিটি ইউনিট, যুব রেড ক্রিসেন্ট, চট্টগ্রাম এবং জেমিসন রেড ক্রিসেন্ট মাতৃসদন হাসপাতাল থেকে পুষ্পস্তবক দিয়ে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়। শ্রদ্ধা নিবেদনকালে উপস্থিত ছিলেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির ট্রেজারার ও চট্টগ্রাম সিটি রেড ক্রিসেন্টের ভাইস চেয়ারম্যান এম এ ছালাম, সোসাইটির ব্যবস্থাপনা পর্ষদ সদস্য ও জেলা রেড ক্রিসেন্টের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ডা. শেখ শফিউল আজম, চট্টগ্রাম সিটি রেড ক্রিসেন্টের সেক্রেটারী আব্দুল জব্বার, চট্টগ্রাম জেলা রেড ক্রিসেন্টের প্রাক্তন সেক্রেটারী নুরুল আনোয়ার চৌধুরী বাহার, সিটি রেড ক্রিসেন্টের কার্যকরী পর্ষদ সদস্য মহসিন উদ্দিন চৌধুরী ফয়সাল, জেলা রেড ক্রিসেন্টের কার্যকরী পর্ষদ সদস্য মো. ইসমাইল হক চৌধুরী ফয়সাল, সিটি রেড ক্রিসেন্টের ইউনিট লেভেল অফিসার মো. আব্দুর রহিম আকন, যুব রেড ক্রিসেন্ট চট্টগ্রাম এর যুব প্রধান গাজী মো. ইফতেকার হোসেন ইমু, যুব রেড ক্রিসেন্ট, চট্টগ্রাম এর প্রাক্তন যুব প্রধানবৃন্দ, সিনিয়র যুব সদস্য, কার্যকরী পর্ষদ সদস্যবৃন্দ ও যুব স্বেচ্ছাসেবকরা। বিজ্ঞপ্তি