জেএসইউএস ও গণসাক্ষরতা অভিযানের শিক্ষা সংলাপ অনুষ্ঠান

11

যুগান্তর সমাজ উন্নয়ন সংস্থা (জেএসইউএস) ও গণসাক্ষরতা অভিযানের যৌথ উদ্যোগে ২৩ ফেব্রæয়ারি সকালে নগরীর থিয়েটার ইন্সটিউট গ্যালারি হলে আয়োজিত শিক্ষা সংলাপ, আগামীর বাজেট: অংশীজনদের প্রত্যাশা শীর্ষক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রামের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. আবদুল মালেক।
যুগান্তর সমাজ উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক ইয়াসমীন পারভীনের সভাপতিত্বে আয়োজিত এ অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) বলেন, চট্টগ্রামের শিক্ষা ব্যবস্থাকে স্মার্ট পর্যায়ে নেয়ার জন্যে ইতোমধ্যে জেলা প্রশাসনের থেকে উদ্যোগ গ্রহণ করা হয়েছে। শীঘ্রই শিক্ষা বিষয়ক কর্মশালার মাধ্যমে চট্টগ্রামে কীভাবে স্মার্ট শিক্ষা ব্যবস্থা কীভাবে চালু করা যায় জেলা প্রশাসক ইতোমধ্যে পরিকল্পনা করেছেন। প্রধানমন্ত্রীর স্মার্ট বাংলাদেশের স্বপ্নে কাজ শুরু করতে চাই। শিক্ষক-শিক্ষার্থী স্মার্টরূপে পরিগণিত হতে হবে। জেএসইউএস প্রোগ্রাম সুপারভাইজার খেনি মারমার সঞ্চালনায় অনুষ্ঠানের স্বাগত বক্তব্য রাখেন সংস্থার ব্যবস্থাপনা পরিচালক সাঈদুল আরেফীন। শিক্ষা বাজেট নিয়ে গবেষণাধর্মী ধারণাপত্র পাঠ করেন গণসাক্ষরতা অভিয়ানের উপ পরিচালক মো. আবদুর রউফ। এতে বিশেষ অতিথি ছিলেন জেলা উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর সৈয়দ মোক্তার হোসেন, চসিক কাউন্সিলর হাসান মুরাদ বিপ্লব, চট্টগ্রাম শিক্ষক প্রশিক্ষণ মহাবিদ্যালয়ের শিক্ষক শামসুদ্দিন শিশির, রেসিডেন্সিয়াল মডেল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ ড. মু. কামাল উদ্দীন, বাংলাদেশ শিক্ষক সমিতি চট্টগ্রামের সাধারন সম্পাদক অঞ্চল চৌধুরী। শিক্ষা সংশ্লিষ্ট সরকারি-বেসরকারি কর্মকর্তা, জেলা কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধি, যুব উন্নয়ন অধিদপ্তরের প্রতিনিধি, শিক্ষক সংগঠন, বিভিন্ন ধরনের প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষক, এলাকার বিদ্যোৎসাহী ব্যক্তি/ গবেষক, বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির প্রতিনিধি (প্রাথমিক ও মাধ্যমিক), গণমাধ্যম প্রতিনিধি, পেশাজীবী সংগঠন, নারী ও শিশু অধিকার সংগঠন এবং এনজিও ও প্রতিবন্ধী ব্যক্তিদের প্রতিনিধিরা এতে উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি