জিয়াউর রহমানের ৮৭তম জন্মবার্ষিকী উদ্যাপন

11

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৮৭তম জন্মবার্ষিকী উপলক্ষে ১৯ জানুয়ারি সকাল ৮টায় বাংলাদেশ জাতীয়তাবাদী সাংস্কৃতিক দল চট্টগ্রাম মহানগরের উদ্যোগে শহীদ জিয়া স্মৃতি ফলক ষোলশহর ২নং গেইটস্থ বিপ্লব উদ্যোনে পুষ্পমাল্য অর্পণ করা হয়। এসময় সংক্ষিপ্ত সভা এড. আবুল হোছাইন সিকদারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোহাম্মদ রফিকুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। প্রধান অতিথির বক্তব্য দেন এড. আবু তাহের, এড. সাহাবউদ্দিন, কর আইনজীবী সনজয় আচার্য্য, হাসনা হেনা, মো. আবু তাহের, মো. ইউসুফ প্রমুখ। সভাপতি বলেন, ১৯৩৬ সালে ১৯ জানুয়ারি বগুড়া গাবতলী বাগানবাড়ি নির্জন গ্রামে জন্মগ্রহণ করে দেশ ও জাতিকে ধন্য করেছেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। সশস্ত্র যুদ্ধে অংশগ্রহণ করে জীবনের ঝুঁকি নিয়ে স্বাধীনতার ঘোষণার মধ্য দিয়ে ইতিহাসের পাতায় স্থান করে নেন। বাংলাদেশ যতদিন থাকবে ইতিহাসের পাতায় ততদিন স্বর্ণাক্ষরে তার নাম লিপিবদ্ধ থাকবে। বিজ্ঞপ্তি