জাতীয় শিশু দিবসে প্রগতিশীল নাগরিক সমাজের সভা

8

প্রগতিশীল নাগরিক সমাজ এর উদ্যোগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন ও জাতীয় শিশু দিবস পালনোপলক্ষে গত ১৭ মার্চ বিকেল তিনটায় চেরাগী পাহাড় সংগঠনের অস্থায়ী কার্যালয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। সংগঠনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা লায়ন হায়দার আলী চৌধুরীর সভাপতিত্বে ও যদু সিংহের সঞ্চালনায় সভায় বক্তব্য দেন শাহ এমরান, দ্বীন ইসলাম, নারায়ণ দাশ, শ্যামল দাশ, নুরুল ইসলাম ভান্ডারী, নারী নেত্রী অনিতা মল্লিক, মুক্তা খান, পিয়ারা বেগম, কাবুন্নেছা, রাহেনা বেগম, মনিরা জাহান কেয়া ও হোছনে আরা প্রমুখ।
সভায় বীর মুক্তিযোদ্ধা লায়ন হায়দার আলী চৌধুরী বলেন, বঙ্গবন্ধু শিশু-কিশোরদের বড় ভালোবাসতেন। বঙ্গবন্ধু শৈশবে বা কৈশোরে স্বাধীনতা ভোগ করেছেন, বাঁধনহারা আনন্দে দিন কাটিয়েছেন। ঠিক একইভাবে বাংলাদেশের শিশু-কিশোররা যাতে হেসে-খেলে মুক্তচিন্তায় বেড়ে ওঠার সুযোগ ও পরিবেশ পায় সে কথা তিনি ভাবতেন। দোয়া মাহফিল পরিচালনা করেন ক্বারী মোহাম্মদ ইসহাক। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিনের কেক কেটে ও ইফতার বিতরণের মাধ্যমে অতিথিদের আপ্যায়ন করা হয়। বিজ্ঞপ্তি