জাগো ফাউন্ডেশন স্কুলে আই ক্যাম্প, ব্লাড গ্রুপিং

41

লালখান বাজার মতিঝর্না চট্টগ্রামের জাগো ফাউন্ডেশন স্কুলে ভিবিডি চট্টগ্রাম জেলা, বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটি (চট্টগ্রাম) এবং লিও ক্লাব অব চিটাগাং সেন্ট্রাল এর যৌথ উদ্যোগে আই ক্যাম্প ও ব্লাড গ্রুপিং প্রোগ্রামের আয়োজন করা হয়।
এতে জাগো ফাউন্ডেশন স্কুল চট্টগ্রামের ১২৩ জন শিক্ষার্থী এবং তাদের অভিভাবকদের মধ্যে রক্তের গ্রুপ পরীক্ষা করা হয়। চট্টগ্রাম লায়ন ফাউন্ডেশন এর বিশেষজ্ঞ ডাক্তারদের মাধ্যমে তাদের চোখের চিকিৎসা করানো হয় এবং প্রয়োজনীয় ঔষুধ সামগ্রী সরবরাহ করা হয়। আই ক্যাম্প ও ব্লাড গ্রুপিং প্রোগ্রামে উপস্থিত ছিলেন জাগো ফাউন্ডেশন স্কুলের এডুকেশন কোর্ডিনেটর মোসাম্মাৎ মুসাররাত, মোহাম্মদ মোস্তফা, লিও জেলা ৩১৫ বি৪, বাংলাদেশের জয়েন্ট ট্রেজারার লিও দিপ্ত, লিও ক্লাব অফ চিটাগাং সেন্ট্রালের প্রেসিডেন্ট লিও জায়েদ, লিও রবিন, লিও গালিব লিও মাহি এবং বাংলাদেশ রেড ক্রিসেন্ট ইয়ুথ চট্টগ্রাম হতে ব্লাড গ্রুপিং বিভাগ প্রধান মোহাম্মদ তাহের চৌধুরী, রোহিত পাল, ভলান্টিয়ার ফর বাংলাদেশ চট্টগ্রাম জেলার সভাপতি মোহাম্মদ জিয়াউল হক সোহেল, প্রজেক্ট অফিসার গোলাম ইসহাক খান, হিউম্যান রিসার্স অফিসার সোরভ বড়ুয়া, কমিটি মেম্বার সুজয়, শ্রীময়ী, ইন্সটিটিউশন রিপ্রেজেন্টিভ কাওসার, জেসিয়া, শাহরুক, নিগার, ইমরান, সাগর সেন সহ প্রমুখ। বিজ্ঞপ্তি