জননেত্রী শেখ হাসিনা পরিষদ বায়েজিদ থানা কমিটির সম্মেলন

263

বাংলাদেশ জননেত্রী শেখ হাসিনা পরিষদ চট্টগ্রাম মহানগরের সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল মামুন বলেছেন, বাংলাদেশ জননেত্রী শেখ হাসিনা পরিষদ আওয়ামী লীগ বা কোন অঙ্গ সংগঠনের সহযোগি সংগঠন নয়। এ সংগঠন হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা, বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি ও মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নামে গঠিত। নগরীর বায়েজিদ থানাধীন নয়া হাট বঙ্গবন্ধু এভিনিউ সম্মুখে বাংলাদেশ জননেত্রী শেখ হাসিনা পরিষদ চট্টগ্রাম মহানগর আওতাধীন বায়েজিদ থানা কমিটির ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এ আহব্বান জানান। পরিষদের বায়েজিদ থানা কমিটির মো. আবদুল মান্নানের সভাপতিত্বে ও মো. ইব্রাহিম টিটোর সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান বক্তার বক্তব্যে এ আহব্বান জানান। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বায়েজিদ থানা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব আবদুল নবী লেদু। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, ফ্লোরিডা আওয়ামী লীগের সভাপতি আলহাজ¦ মো. এমরান, দুবাই দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি লায়ন নজরুল ইসলাম তালুকদার, ৩নং ওয়ার্ড আওয়ামী লীগের অর্থ সম্পাদক এ.টি.এম জমির উদ্দিন মানিক, বায়েজিদ বোস্তামী থানা বঙ্গবন্ধু স্মৃতি সংসদের সভাপতি এস. এম ইয়াকুব আলী, পরিষদের চট্টগ্রাম মহানগরের সহ-সভাপতি ছৈয়দ মুহাম্মদ শাহ এরফান, সহ-সভাপতি কামাল উদ্দিন সায়েম, পাঁচলাই ৩নং ওয়ার্ড আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সাইফুদ্দিন বাবুল, পরিষদের চট্টগ্রাম মহানগরের যুগ্ম সাধারণ সম্পাদক ও গণমাধ্যমকর্মী মাইন উদ্দিন সাগর, পরিষদের চট্টগ্রাম মহানগরের মো. শাহী ইমরান রাজু, পরিষদের চট্টগ্রাম মহানগরের সাংগঠনিক সম্পাদক শেখ আমিনুর রহমান সুমন। এতে আরো বক্তব্য রাখেন জননেত্রী শেখ হাসিনা পরিষদ চট্টগ্রাম মহানগর ও বিভিন্ন থানা এবং শাখা কমিটির নেতৃবৃন্দ।
সম্মেলনের ২য়পর্বে সর্বসম্মতিক্রমে সাবেক ছাত্রনেতা মোহাম্মদ ইদ্রিসকে সভাপতি ও মো: রহিম বাদশাকে সাধারন সম্পাদক করে ১০১ সদস্য বিশিষ্ট তিন বছরে মেয়াদী বাংলাদেশ জননেত্রী শেখ হাসিনা পরিষদ বায়েজিদ থানা কার্যকরী কমিটি ঘোষণা করা হয়। নবনির্বাচিত কমিটিকে ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়।