‘জঙ্গিদের টার্গেটে মোদি-অমিত সতর্কতা জারি’

27

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ও জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালকে টার্গেট করছে জঙ্গিরা, এমন একটি চিঠি পেয়েছে দেশটির বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ। ওই তথ্য পাওয়ার পরপরই উচ্চ সতর্কতা জারি করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। চিঠিতে ৩০টি বড় শহরের বিষয়ে হুমকি থাকায় সব রাজ্যে সতর্কবার্তা পাঠানো হয়েছে। দেশটির স¤প্রচারমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে থেকে এই তথ্য জানা যায়। নরেন্দ্র মোদিসহ দেশটির গুরুত্বপূর্ণ ব্যক্তিদের হুমকি দেওয়া ওই চিঠিতে ভারতের ৩০টি শহরেও হামলার হুমকি দেওয়া হয়েছে। জম্মু, পাঠানকোট, অমৃতসর, জয়পর, গান্ধীনগর, কানপুর, লক্ষ্ণৌসহ বিভিন্ন শহরে নাশকতার হুমকি রয়েছে।
একই সঙ্গে চারটি বিমানবন্দরেও হামলার পরিকল্পনা রয়েছে তাদের। এরপরই সর্বোচ্চ সতর্কতা জারি করা হয় দেশজুড়ে। কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহ দাবি করেছেন, জাতীয় নিরাপত্তা ক্ষুণ্ণ হওয়ার পরিস্থিতি এলে, তার উপযুক্ত জবাব দেওয়া হবে। আমরা সতর্কাবস্থানে রয়েছি। জঙ্গিদের নিশানায় প্রধানমন্ত্রী ও অমিত শাহ রয়েছে বলে সতর্কবার্তা দিয়েছে গোয়েন্দারা।